বিভাগীয় পর্যায়ে সংবাদ প্রতিনিধি নিয়োগ চলছে
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘ সাপ্তাহিক বহমান বাংলা ’ পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৪ চলছে। বিগত ১৮ বছর ধরে ‘ সাপ্তাহিক বহমান বাংলা ’ প্রিন্ট মিডিয়া ও অনলাইন ভার্সন, www.bahamanbangla.com সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘ সাপ্তাহিক বহমান বাংলা ‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ ।
পদের নামঃ ব্যুরো প্রধান , জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধি।
কর্মস্থলঃ বিভাগে (প্রতিটি জেলা, উপজেলা, এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে)।
যোগ্যতাঃ সাংবাদিক পেশায় অভিজ্ঞতা ব্যাক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি কলেজ ,বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।
সাপ্তাহিক বহমান বাংলা নিয়োগ ২০২৪
সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করার নিয়মঃ
ছবি,সহ আপনার নিজের ইমেইল থেকে অনলাইনে সিভি / জীবন বৃত্তান্ত পাঠাতে হবে। সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে ই-মেইল থেকে সিভি পাঠাবেন, পত্রিকা থেকে সেই ই-মেইলেই রিপ্লাই দেয়া হবে।
bahamanbangla@gmail.com
সিভি এর সাথে Attachment হিসাবে আপনার সদ্য তোলা ছবি, ন্যাশনাল আইডি কার্ড (স্মার্ট আইডি কার্ড), সার্টিফিকেট / মার্কসিট অথবা স্নাতক পাস বা সাধারন ডিগ্রী চলমান থাকলে তার Admit Card / Registration Card প্রমাণ স্বরূপ দিতে হবে।
যে এলাকায় আপনি অবস্থান করবেন সেই এলাকার জন্য আবেদন করবেন।
পরিশ্রমী, মেধাবী,অধ্যায়নরত ছাত্রছাত্রীরা এবং অভিজ্ঞ/নতুনদের অগ্রাধিকার দেয়া হবে।
নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।
নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
নিউজের ছবি অথবা নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে।
প্রতিনিধিদের নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে।
আবেদন করার ৭২ ঘন্টা বা ৪ দিনের মধ্যে যাচাই-বাচাই করে সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করা হবে।
সবশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে সঙ্গে থাকুন।
নিউজ রুম এডিটর : আরিফুল হাসান
রেজিস্ট্রেশন নাম্বার: চ-২১২
বার্তা কার্যালয়: ৪৪/৪৮ নজির আহমদ চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম
প্রতিনিধি নিয়োগের জন্য আফিস ফোন:
বিজ্ঞাপন ও সারকুলেশনঃ +971 564305244
whatsapp.নাম্বার +971564659480
ই-মেইল: [email protected]
আরও নিয়োগ বিজ্ঞপ্তি: সাপ্তাহিক বহমান বাংলা
বিশেষ দ্রষ্টব্য: কলেজ ,বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীদের কাজ করার জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা।এছাড়াও অভিজ্ঞতা ব্যাক্তিগণদের বেতন ভাতার সুবিধা রয়েছে।