সিএমপির কোতোয়ালী থানার অভিযানে কোটি টাকা নিয়ে দোকান-কর্মচারী গায়েব।মামলা জেরে আসামি ও আত্মসাৎকৃত নগদ
৯৬ লক্ষ ৮০ হাজার টাকা উদ্ধার ও একজন গ্রেফতার।
গত ০১জুলািই,(সোমবার) আনোয়ারা থানাধীন গহিরা দোভাষী বাজার বেড়িবাঁধ এলাকায় অভিযানে আসামি মোঃ মাসুদুল আলম (৩০)-কে আটক করে।
পুলিশ তথ্য মতে, গত ২৮জুন,কোতোয়ালী থানাধীন ১৬ নং স্টেশন রোড ফলমণ্ডি রেলওয়ে মেন্স সুপার মার্কেটের একটি দোকানের ম্যানেজার মোঃ আব্দুল কাদির (২৫) প্রতিষ্ঠানের ক্যাশবাক্স থেকে হালখাতার ১,০০,০৮,০০০/- (এক কোটি আট হাজার) টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। এই বিষয়ে কোতোয়ালী থানায় মামলা রুজু হলে আসামি ও আত্মসাৎকৃত নগদ টাকা উদ্ধারের জন্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফুল করিমের সার্বিক দিক-নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার অতনু চক্রবর্তী এবং অফিসার ইনচার্জ জনাব এস এম ওবায়েদুল হকের তত্ত্বাবধানে একটি টিম গঠন করা হয়।
কোতোয়ালী থানার ইন্সপেক্টর অপারেশন সাজেদ কামালের নেতৃত্বে এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন, এসআই মোঃ মেহেদী হাসান, এসআই মিজানুর রহমান চৌধুরী, এসআই মনিরুল আলম খোরশেদ, এএসআই রণেশ বড়ুয়া তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৯/০৬/২৪ খ্রি. সিএমপির বাকলিয়া থানাধীন বলিরহাট শালবন আবাসিক এলাকায় অভিযানে ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ টাকা) উদ্ধার করেন। আভিযানিক টিম পরবর্তীতে আসামিকে আটক করে।
আসামির স্বীকারোক্তি ও বসতঘর থেকে ৪৬,৮০,০০০/- (ছেচল্লিশ লক্ষ আশি হাজার) সহ সর্বমোট ৯৬,৮০,০০০/- (ছিয়ানব্বই লক্ষ আশি হাজার) টাকা উদ্ধার করে।