মোহাম্মদ মাসুদ:
“কৃষ্ণ পদ রায়” প্রিয় কমিশনার অতিরিক্ত আইজিপি পুলিশ কর্মকর্তা ছেড়ে গেলেন সেই প্রিয় কর্মস্থল যেখানে ২৬টি বছর আগে তাঁর প্রথম পদচারণা হয়েছিল। ৩ বছরের সেই পথচলায় তিনি যে কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বাক্ষর রেখে গিয়েছিলেন তা ধরে রেখেছেন আজও। তিনি মেট্রোপলিটন পুলিশের সম্মাননীয় বিদায়ি পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
আজ ৩ জুলাই,বিদায়ী অনুষ্ঠানে এই মহামতি পুলিশ কর্মকর্তা ছেড়ে গেলেন সেই প্রিয় কর্মস্থল সিএমপি। যা আজ সিএমপি ফেসবুক ভেরিফাইড পেইজে আনুষ্ঠানিকতার তথ্যচিত্র তুলে ধরেন।
সিএমপি সূত্রে জানা যায়, ১৮ জুলাই ২০২২ খ্রি. থেকে দ্বিতীয় দফায় তিনি এসেছিলেন তাঁর সেই প্রিয় ইউনিটের অভিভাবক হিসেবে। নিষ্ঠা, জ্ঞান, সুকর্ম, সুশাসনে তিনি এবার নগরবাসীর হৃদয়ে চিরস্থায়ী আসন গেড়ে বসেছেন। সিএমপির কনস্টেবল থেকে অতিরিক্ত কমিশনার, নগরীর শ্রমযোদ্ধা থেকে জনপ্রতিনিধি, কুঁড়েঘর থেকে অট্টালিকা—সবখানেই সবার কাছেই তিনি হয়ে উঠেছিলেন শ্রদ্ধার পাত্র, হয়ে উঠেছিলেন ‘প্রিয় কমিশনার’।
আজ এক মহামতির মহান বিদায়ের দিনে কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কবিতাখানাই শুধু মনে পড়ে। মহান মানুষের বিদায়ে তার রেখে যাওয়া ইউনিটের পুলিশ সদস্যগণ আজ তাদের অভিভাবকের বিদায়ে বেদনা ভারাক্রান্ত অশ্রুসিক্ত। যার জ্ঞান, অভিজ্ঞতা, মহান কর্ম, অনুপ্রেরণা, পিতৃস্নেহ, মানবিকতা প্রত্যেক পুলিশ সদস্যের হৃদয় ছুঁয়ে গেছে; যা থাকবে চির-অমলিন তাঁর জন্য আজ তারা বেদনাবিধুর। মেঘমেদুর পরিবেশে আজ আকাশও যেন ভারাক্রান্ত।
“What visions, what expectations and what presumptions can outsoar the flight??
Like a giant oak tree covered with apple blossoms is the vast man in you”
কাহলিল জিবরানের এই কথাগুলো যদি কারো জন্য প্রযোজ্য হয় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মাননীয় বিদায়ি পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
প্রিয় কমিশনার’ এর স্মৃতিচারণে বলতে হয়,
বিদায় হে মহামতি! বিদায় হে কর্মনিষ্ঠার প্রতীক!
“চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে।”
এই বিষয়েও আজ বলতে হয়ে কাহলিল জিবরানের সেই উক্তি-” Blessed be this and this place and your spirit that has Spoken.”
আজ ৩ জুলাই ২০২৪ খ্রি., ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, রোজ বুধবার। হে মহামহিম, আজ থেকে হয়তো আপনি দাপ্তরিকভাবে সিএমপির প্রধান নন; কিন্তু আপনার রেখে যাওয়া পথ ধরে আপনার গৌরবগাথায় সওয়ার হয়ে সিএমপি এগিয়ে যাবে বীরবিক্রমে। এটুকু আমরা আপনাকে কথা দিতেই পারি। সিএমপির স্মৃতির পাতায় আপনার গৌরবগাথা জলজল করে জলতে থাকবে—এ আমাদের প্রতিজ্ঞা। হে কর্মবীর, সুন্দর হোক আপনার ও আপনার পরিবারের সকলের পথচলা। পুলিশ সদরদপ্তরে আপনার পরবর্তী কর্মযজ্ঞ হোক সাফল্যের হিরণ্ময় জ্যোতিতে আলোকিত।
“হে মহাসুন্দর শেষ
হে বিদায় অনিমেষ,
হে সৌম্য বিষাদ,
ক্ষণেক দাঁড়াও স্থির,
মুছায়ে নয়ননীর
করো আশীর্বাদ।”