ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

আবারও ফিরে পেতে চাই

বৃষ্টি খাতুন

বলেছিলে! কেমন আছি?
হ্যা! আমি ভালোই আছি,
আর কবিতারাও বড্ড ভালো আছে,
তবে কবিতাই নেই সেই চেনা সুর,
নেই সেই আগের মায়াময় অনুভূতি,
নেই সেই আবেগ মাখা কণ্ঠের ধ্বনি
আছে শুধু বিষাদে ভরা আত্মচিৎকার
আর তোমাকে না পাওয়ার ব্যকুল বেদনা।
আজও বড্ড বেশি পোড়ায়, ফিরে পেতে চায়! সেই সোনালী বিকেল, ভরা চাঁদের জোছনায়, এক সাথে কাটিয়ে দেয়া সেই রঙিন রাতগুলো, তোমাকে নিয়ে সেই আগের অনুভূতি।
ফিরে পেতে চাই!
সেই ধানের খেঁতে সবুজে সমারোহে প্রকৃতির
রূপে তোমার সাথে কাটানো সেই প্রতিটা সময়।
সত্যি বলছি তোমায় বড্ড বেশি মনে পড়ে,,,
শুধু আরেকবার সেই সময়কে ফিরিয়ে দিবে?
সেই স্মৃতিময় রঙিন সময় গুলোকে?
আবারও সেই ভালোবাসার উষ্ণ ছোঁয়ায়
নিজেকে বিলিয়ে দিতে চাই!
সেই পুরোনো ভালোবাসার আঙ্গিনায়,
হ্যা! বড্ড ভালো আছি!
এটাকে ভালো থাকা বলে না,
শুধুই বিষাক্ত সময়ের সাথে
নিজেকে মানিয়ে নেওয়ার মানে মাত্র,
কষ্টের আড়ালে অভিনয়ে ভালো থাকা।
আমি মেনে নিয়েছি, আর হ্যা!
মেনে নিতে শিখেছি।
তোমাকে না পাওয়ার সেই অতৃপ্তি নিয়ে
কাটিয়ে দিয়েছি জীবনের বহু মূল্যবান সময়।
হ্যা! আমি ভালোই আছি,
ভালো থেকো নিজের মতো তুমি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved