ইবি প্রতিনিধি:
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের নতুন আহ্বায়ক কমিটির শিক্ষক নেতারা।
বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুরে ১টার দিকে কমিটির অনুষ্ঠানটি কার্যক্রম শুরু উপলক্ষে তাঁরা এ শ্রদ্ধা নিবেদন করেন বলে জানা যায়।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন ও সদস্য সচিব অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন ছিলেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান।
এছাড়া সদস্য অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. মো. ইব্রাহিম আব্দুল্লাহ, অধ্যাপক ড. রুহুল আমিন, অধ্যাপক ড. রবিউল ইসলাম, অধ্যাপক ড. অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, অধ্যাপক ড. তপন কুমার রায়, অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস, অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাসুদ, অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন জাহিদ, ড. বখতিয়ার হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন, ‘ধানমন্ডি৩২ নম্বরে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলাম। এটি আসলে আমাদের একটি আবেগের জায়গা, যেখানে বাঙালি জাতির পিতাকে শহিদ করা হয়। ওনার অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে, এটা আমাদের আবেগের বহিঃপ্রকাশ।’