মোহাম্মদ মাসুদ:
সিএমপির সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) অতনু চক্রবর্ত্তী এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ এস এম ওবায়েদুল হক, পিপিএম-এর তত্ত্বাবধানে অধীনস্থ থানা ইন্সপেক্টর সহ যৌথ টিমের অভিযানে ২৫ হাজার পিস ইয়াবাসহ এক নারী সহ তিন মাদকব্যবসায়ী গ্রেফতার।
৩জুলাই (বুধবার) বিকেল সাড়ে ৫টায় কোতোয়ালী মোড়স্থ জামে মসজিদের সামনে চেকপোস্ট অভিযানে সঙ্গীয় ফোর্স ও নারী পুলিশ সদস্যের সহায়তায় আসামি ১) মোঃ শাহজাহান মিয়া, ২) মোঃ আবুল কালাম ও ৩) ফাতেমা বেগম (৪৩)-কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২৫,০০০ (পঁচিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা মূলে জব্দ করেন।
সক্রিয় অভিযানে কর্তব্যরত ইন্সপেক্টর (অপারেশনস) সাজেদ কামালের নেতৃত্বে এসআই মোঃ মেহেদী হাসান, এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন, এসআই মনিরুল আলম খোরশেদ, এএসআই রনেশ বড়ুয়া থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।