তমা সমাদ্দার প্রিয়া:
আর আজ যদি এই এক টুকরো স্বর্ণ পেয়েই থেমে যাও তবে কখনোই তুমি গুপ্তধনের সন্ধান পাবে না।
আবেগ বড়ই কঠিন জিনিস!যাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন।তবে, যে এই আবেগ কে কন্ট্রোল করে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সামনে এগিয়ে চলে,তার সাফল্য কেউ ই ঠেকাতে পারে না।
বিশ্বাস করো, একবার সাফল্য ধরা দিলে বাকি সব কিছু পাওয়া সহজ হয়ে যাবে।
জীবনে ধৈর্যের সাথে কষ্ট যে করতে পারে তার ওপর ঈশ্বর ও সন্তুষ্ট হন।
যে মা এত কষ্ট সহ্য করে তোমায় জন্ম দিয়েছেন, তোমায় বড় করেছেন।তার মুখের দিকে তাকিয়ে অন্তত নিজের আবেগ কে কন্ট্রোল করে ভবিষ্যৎ এর কথা ভেবে সামনে এগিয়ে যাওয়া উচিৎ।
স্বর্ণ যত পোড়াবে ততই উজ্জ্বল হবে,তেমনি আবেগ কে যতই নিয়ন্ত্রণ করতে পারবে-প্রেম, ভালোবাসা,বন্ধুত্ব সর্বোপরি জীবনটাই উজ্জ্বলতায় ভরে যাবে।
একটি ভূল সিদ্ধান্ত, জীবনকে দুর্বিষহ করে তোলে,আর একটি সঠিক সিদ্ধান্ত মানুষকে নতুন জীবন দিতে পারে।
জীবন টা তোমার তাই সিদ্ধান্ত টাও তোমার।যাত্রা তোমার, গন্তব্য টা ও তোমার।আমি তো কেবল সঠিক পথটাই দেখিয়েই দিতে পারি।