রহিমা আক্তার ফারজানা:
নীল মোহনার জলধি পারের ঐ মুক্ত সরলতা
আজ উচ্ছ্বাসে আর হিল্লোলে জড়ায় তরুলতা
মেঘমেদুর আর বিহঙ্গের ধ্বনি শুনি কোন পবনে
কে যেন আসে;ছায়াখানি দোলায় হৃদয় রংগনে
নিশির সাথে জাগো তুমি শ্বেত শুভ্র নিশাপতি
আলো ছায়ার হাতছানিতে কেন ডাকো মোরে অতি
তুমি জলজপুষ্প অরবিন্দ নাকি কন্টক কিশলয়
অভিরুচি জাগে দেখিতে আনন মোর এ আলয়
শুভ মরিচীকা হবে নাতো?ছল ছল আনত নয়ন ;
যবনিকা শেষে খুঁজিবার দোষে নাহি রবে আয়োজন
অনুসার করে আর কতদূরে তব সদন, জাগে কৌতুহল
সায়াহ্ন কালের কূজন কুহকে রক্তকরবীর পরিমল
ভূধর শিখরের কাঠিন্য ছেড়ে কোমলতায় আহবান
তুমি কে গো?কোন সমরের অজেয় মহাপ্রাণ?
নিগ্রহ দন্ড কুপোকাত করে দোলায়িত স্রোতে দীপ্তিকর
বিজয় অনুরণন জাগাইয়া প্রানে বিপ্রজিত মধুকর
উন্মার্গগামী হয়ো নাকো বলি আসুক যত বারযাখ
মৃতবৎ নহে বহুজ্ঞ সাধনে হবে কি এখতেলাফ?
