চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের ২ দিন পর সমুদ্র উপকূল থেকে উদ্ধার করা হয় এক জেলের লাশ ।
শনিবার(৬ জুলাই) উপজেলার কুমিরা এলাকার আকিলপুর থেকে লাশটি উদ্ধায় হয়। নিহত জেলের নাম আশু দাশ(১৬)। তিনি উপজেলার কুমিরা ঘাট এলাকার জেলে পল্লির সমির দাশের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় আশু দাশ। নিখোঁজের পর স্থানীয়রা দীর্ঘক্ষন খোঁজাখোজির পরও কোন হাদিস মেলেনি। নিখোঁজের একদিন পর ১ কিলোমিটার দূরে একটি লাশে ভেসে উঠলে স্থানীয়রা দেখে শনাক্তা করে।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা নৌপুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) নাছির উদ্দীন বলেন, গত -বৃহস্পতিবার মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রকৃয়া চলছে।