অগ্রদূত ক্লাবের ২০২৪-২০২৬ কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় অদ্য ১২/৭/২০২৪ইং তারিখে, সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি জনাব সায়েদ আহমদ, সাধারণ সম্পাদক মনজুরুল আলমের সঞ্চালনায় সভায় নবনির্বাচিত সদস্যদের নাম ও পদবী ঘোষণা করেন এবং পরিচয় পর্ব শেষ করেন। সভায় সকল পদের সদস্যগন নিজেদের দায়িত্ব যতযথ পালনের অংগীকার করেন, সভায় নির্বাচন কমিটির আহবায়ক তারেক উদ্দিন সিকদার নবনির্বাচিত কার্যকরি কমিটিকে অভিনন্দন জানান।
চট্টগ্রাম’র সীতাকুণ্ড উপজেলার জোড়ামতলে অবস্থিত অগ্রদূত ক্লাব একটি সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান। এই ক্লাবটি স্থাপিত হয়েছে ১৯৭৯ ইং, এবং এটি রেজিষ্ট্রেশনকৃত ( রেজিঃ নং চট্টগ্রাম ১০৯৫/৮৪।
আজ ২০২৪-২০২৬ এর কার্যকরী পরিষদ গঠিত হলো।
বর্তমান কার্যকরী পরিষদে যারা আছেন, তা নিম্নরূপ :
জনাব সায়েদ আহমেদ: সভাপতি,মোহাম্মদ আলী: সহ-সভাপতি,মোঃ মনজুরুল আলম: সাধারণ সম্পাদক, গোলাম ফারুক : সহসাধারণ সম্পাদক, তাজুল ইসলাম : কোষাধ্যক্ষ, মাহবুবুর রহমান : সাংগঠনিক সম্পাদক, মীর আনোয়ার পারভেজ : ক্রীড়া সম্পাদক, ফারুক উদ্দিন : আইসিটি সম্পাদক,সাখাওয়াত হোসেন চৌধুরী ফাহিম : সাহিত্য ও পাঠাগার সম্পাদক, নুরুল আমিন লিটন : সাংস্কৃতিক সম্পাদক, দীপক দাশ মনা: প্রচার সম্পাদক, মোঃ মালিকুল আজিম(মালেক): দপ্তর সম্পাদক, তারেক উদ্দিন সিকদার : সদস্য, কাজী জাহেদ ইমাম : সদস্য, নাহিদুল আলম জিকু: সদস্য প্রমুখ।