ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

কিশোরী লাশ উদ্ধার ১৮সালে,সন্ধান মেলেনি আজও তদন্তে সিআইডি

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম : সিএমপি কোতোয়ালি থানাধীন অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার হয় ১৮সালে ফিরিঙ্গী বাজার খালে। লাশ উদ্ধারের  দীর্ঘ ৬বছরেও আজও মেলেনি সে লাশের নাম পরিচয় ঠিকানা তথ্য। সুরতহাল ময়না তদন্ত সম্পন্ন। পরিচয় সন্ধানে মামলা করেও মেলেনি লাশের কোন পরিচয়। বর্তমানে মামলা তদন্তাধীন আছে সিএমপি সিআইডির কাছে। বেওয়ারিশ লাশের সন্ধানে চেয়ে সহৃদয়বান সচেতন নাগরিকদের সহায়তা সহযোগিতা চেয়েছেন। মামলার সক্রিয়তায় কর্তব্য ও দায়িত্বরত সিআইডি কর্মকর্তা পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম।

১৩জুলাই (শনিবার) সিআইডি তদন্তে ও দায়িত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা জহিরুল ইসলাম নিজস্ব প্রতিবেদকে উক্ত বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,তথ্যসূত্রে ও ঘটনাক্রমে গত ২৮/০৯/২০১৮ইং তারিখে সিএমপি কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার খাল থেকে একটি অজ্ঞাতনামা মেয়ের (বয়স অনুমান ১০ বৎসর) গলিত লাশ কোতোয়ালী থানা পুলিশ ভাসমান অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে উক্ত লাশের সুরতহাল ও ময়না তদন্ত সম্পন্ন করে লাশটি বেওয়ারিশ হিসাবে দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে কোতোয়ালী (সিএমপি) থানার মামলা নং-৫৪/১৪০, তারিখ-১৫/০২/২০২০ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (২) রুজু হয়। বর্তমানে উক্ত মামলাটি সিআইডি, চট্টগ্রামের পুলিশ পরিদর্শক জনাব জহিরুল ইসলাম এর নিকট তদন্তাধীন আছে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত লাশটিকে চিনে থাকেন অথবা মৃত মেয়েটির পরিচয় দিতে পারেন তাহলে মামলার তদন্তকারী কর্মকর্তার মোবাইল নাম্বার ০১৭১৩-৭৩০৯৫১ তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। অনুরোধক্রমে:- মামলার তদন্তকারী কর্মকর্তা।

মৃত লাশের বর্ণনাঃ- লিঙ্গ- মেয়ে, বয়স- অনুমান ১০/১২ বছর, উচ্চতা- অনুমান ০৪ ফুট, লাশের ধরণ- সম্পূর্ণ গলিত, লাশটির পরনে কোন বস্ত্র ছিল না। তবে তার ডান হাতে প্লাস্টিকের হাল্কা বেগুনি রঙের ০১টি চুড়ি ও গলায় ০১টি গোল্ডেন কালারের চেইন ছিল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved