পিরোজপুর ইন্দুরকানীতে হত্যা চেষ্টা মামলায় নয় বছরের সাজা প্রাপ্ত আসামি আব্দুল হাকিম মাতুব্বর (৭০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার এস আই মোঃ আব্দুল জলিল ও এ এস আই মোঃ মুনসুর আলম পুলিশের একটি দল নিয়ে অভিযান চালিয়ে খুলনা রুপসার টুট পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
আসামি আব্দুল হাকিম মাতুব্বর উপজেলার বালিপাড়া ইউনিয়নের মৃতঃ সোহরাব মাতুব্বর এর ছেলে।
থানা সূত্রে জানা যায়, আসামি আব্দুল হাকিম মাতুব্বর কে ইন্দুরকানী থানায় জি আর ১২১/৮৭, পেনাল কোড ৩০৭/৩১৩ মামলায় ২০০৪ সালে পিরোজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জজ আদালতের বিজ্ঞ বিচারক তাকে নয় বছরের সাজা দেয়। তবে ওই মামলার রায় প্রদানের পর থেকেই সে খুলনা এলাকায় ৩৫ বছর আত্নগোপনে ছিলেন।
পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার এর দিকনির্দেশনায় আসামি আব্দুল হাকিম মাতুব্বর কে গ্রেফতার করে ইন্দুরকানী থানা পুলিশ।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, আসামী আব্দুল হাকিম মাতুব্বর সাজা হওয়ার পর থেকেই আত্নগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে গ্রেফতার করা আসামি কে আজ শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।