চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর ছোট কুমিরা আলিয়া মাদ্রাসার রাস্তার ড্রেনের কাজ চলছে ধীরগতিতে।দীর্ঘ সময় অতিবাহিত হলেও কাজ শেষ না করায় চরম দূর্ভোগে পড়েছে এলাকাবাসী।
জানা যায়,সিরাজ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২১ লক্ষ ২৪ হাজার টাকায় টেন্ডারের মাধ্যমে কাজটি পান।কিন্তু দীর্ঘ দিনেও কাজ শেষ করতে না পারায় অল্প বৃষ্টিতে এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা।এতে ড্রেনের দুর্গন্ধে নানা ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটছে।ফলে অল্প বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতায় চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
সম্প্রতি ছোট কুমিরা মাদ্রাসা থেকে তিন রাস্তা মোড় পর্যন্ত ৮০০ মিটার এই নির্মাণাধীন ড্রেনটির কাজ বন্ধের দৃশ্য দেখা গেছে।
স্থানীয়রা জানান, ড্রেনের নির্মাণ কাজ শেষ না হওয়ায় সামন্য বৃষ্টি হলেই পুরো সড়কে হাঁটুপানি জমে। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছে এলাকাবাসী। কারণ একটাই ড্রেন আছে, ঢাকনা নেই। এমনকি পানি নিষ্কাশনও হয় না। ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্ব অবহেলার কারণে গত ছয় মাস ধরেও নির্মাণ কাজ সম্পন্ন হয়নি।
বিশেষ করে স্কুলগামী শিশুদের অতিকষ্ট করে জামা কাপড় ভিজে প্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে।
দায়সারা ড্রেন নির্মাণ করলেও আজ পর্যন্ত ড্রেনের ওপরে ঢাকানা দেওয়া হয়নি। ড্রেনে পানি নিষ্কাশনও বন্ধ রয়েছে। সে কারণে বৃষ্টি হলেই ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তাই ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঠিকাদারী প্রতিষ্ঠান সিরাজ এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মোঃ রফিক জানান,বর্ষার কারণে কাজ বন্ধ রয়েছে। আর কিছুদিন পরই চালু করা হবে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ইউসুফ শামীম বলেন, নুরিয়া মাদ্রাসা রোড ড্রেনের কাজ ২১ লক্ষ ২৪ হাজার টাকায় সিরাজ এন্টারপ্রাইজ টেন্ডারের মাধ্যমে কাজটা পান কিন্ত দীর্ঘ দিন অতিবাহিত হওয়ার পরে ও কাজ টি সম্পন্ন হয়নি। ঠিকাদারকে ফোন করলে সে আজ, কাল বলে সময় অতিবাহিত করছে।