জামালপুরের মেলান্দহে বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণ মামলার আসামী মোঃ নাঈম (২২) কে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (১৪ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
এর আগে শনিবার দিবাগত রাতে গাজীপুর জেলার গাছা উপজেলার বোর্ড বাজারের বছির মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ নাঈম (২২) উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মহিরামকুল পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ আব্দুর রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আসামি নাঈম ও ধর্ষণের শিকার ঐ কিশোরী প্রতিবেশী হওয়ার সুবাদে নাঈমের সাথে দুই বছর যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
গত (২৪ জুন) রাত ১১টার দিকে আসামি মোঃ নাঈম কিশোরীকে বিবাহের আশ্বাস দিয়ে মোবাইল ফোনে বাড়ি থেকে কৌশলে বাইরে বাঁশঝাড়ের নিচে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
এসময় ঐ কিশোরী ডাক-চিৎকার করলে আসামি দৌড়ে পালিয়ে যায়। পরে ভিকটিম বাড়িতে এসে তার মাকে এবং পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে ধর্ষণের শিকার ঐ কিশোরীর মা গত (৩ জুলাই) বাদী হয়ে মেলান্দহ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এদিকে ধর্ষণের পর থেকেই আসামি গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। এ ঘটনায় পালাতক আসামি নাঈমের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে তাকে সনাক্ত করে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার আসামীকে আইনি প্রক্রিয়া শেষে মেলান্দহ থানায় তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।