শরিফা শারমিন রূপা
আর কতো রক্ত খাবি,
জ্বালবি আগুন জ্বালা।
একটু খানি অপেক্ষা কর,
আসবে তোদের পালা।চাটুকার প্রভুভক্ত ঘুমিয়ে আছে খেয়ে,
মোচড় দিয়ে উঠবে তখন যখন পাবে খিদে।
ওরা হলো দু’মুখো সাপ সাবধান ওদের থেকে,
ওদের ফাঁদে পা দেবে না মায়া মুখ দেখে।জীবন দিলো ভাই গুলো আমার,
জীবন দিলো বোন।
নরপশুরা করছে উল্লাস,
চিল শকুনরা দিচ্ছে ইন্ধন।গর্জে উঠো বিপ্লবীরা,
এখন সঠিক সময়।
অত্যাচারীর নিপাত করো,
জ্বালো ন্যায়ের আলো।
