ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

নীলগঞ্জে মাদক কাজে বাধাঁ দেওয়ায় প্রাণনাশের অপচেষ্টা

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ নীলগঞ্জে মাদক কারবারি মাদক সেবিদের বাধাঁর জেরে প্রতিবাদকারীকে উল্টো ক্ষুর দিয়ে আঘাতে প্রাণনাশের অপচেষ্টা। অপরাধীর চক্রের নানা অনিয়ম মাদক ব্যবসা ও মাদক সেবীদের দীর্ঘদিন ধরে তাদের অনিয়ম অন্যায় কাজে বাধা দেওয়ায় মেরে ফেলার  উদ্দেশ্যে ক্ষুর দিয়ে একাধিক যখম করে একই এলাকার প্রতিবেশী শাকিল মিয়া (২৫), নিজুম মিয়া (২৬) গং-রা।

গতকাল ২৬ জুলাই রাত ১০টার দিকে নীলগঞ্জ হাজীগঞ্জে উত্তর পাড়া ৩বং মাইজকাপন স্টেশন ঘাট মোড়ে এ ঘটনা ঘটে। আহত ভুক্তভোগী বর্তমানে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্তরা প্রতিবেশী আবেদআলীর ছেলে শাকলি মিয়া ও নুর ইসলামের ছেলে নিজুম মিয়া।

হাজীগঞ্জ (উত্তর পাড়া) ৩নং মাইজখাপন ইউনিয়নের ভুক্তভোগী বলেন,আমাকে প্রাণনাশের উদ্দেশ্যে আক্রমণকারীরা নানা অপরাধে সাজাপ্রাপ্ত। চুরি-ডাকাতি ছিনতাই মাদক ইয়াবা ব্যবসা নানা অপরাধে একাধিকবার অভিযোগ ও মামলা মামলা মোকদ্দমা রয়েছে।

তাদের অন্যায় কাজে বাধা দেওয়ায় আক্রমণের শিকারে প্রাণী বেঁচে গেল ভবিষ্যৎ জীবন ঝুঁকিতে পরিণত হয়। তাদের পূর্ব পরিকল্পিত ওৎপেতে থাকা পরিকল্পিতভাবে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যেই ক্ষুর দিয়ে আঘাতে উপযুপরি মারাত্মক আক্রমণ করে। তিনি আরো বলেন, চোখের পলকে কিছু বুঝে ওঠার আগেই আক্রমণের শিকার হই। ভাগ্যক্রমে বেঁচে যাওয়ায় ভবিষ্যতে আমাকে আমার পরিবার ও স্বজনদের হুমকি ধামকি প্রদান করে। অন্যায়কারীর বিরুদ্ধে অভিযোগ মামলা আইনি বিচার চাইলে ভবিষ্যতে আরও ভয়াবহ আঘাত করে প্রয়োজনে প্রাণে মেরে প্রতিশোধ নিবে।

বিষয়টি জানতে কিশোরগঞ্জ জেলার
সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা কে একাধিকবার মোঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

উল্লেখ্য: বিষয়টি এলাকায় ব্যাপক গুনঞ্জন ও চাঞ্চল্য সৃষ্টি করেছে। এমন অবিশ্বাস্য লোমহর্ষক ঘটনায় তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ভুক্তভোগী পরিবার আত্মীয়-স্বজন ও সচেতন মহল ও জনসাধারণের।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved