ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অধীনে পরিচালিত, রামপাল ইকোভিলেজ প্রজেক্ট, রামপাল এপি ২০২৪ , রামপাল উপজেলার রামপাল সদর এবং ১০ নং বাঁশতলী ইউনিয়ন এ ৮৪৯ নির্বচিত হত দরিদ্র পবিরারের মাঝে পরিবেশ বান্ধব চুলা বিতরণ করেন।
এই চুলা ব্যবহারের ফলে জীবাশ্ম জ্বালানী কম লাগে, ফলে গাছপালা ধ্বংসের মাধ্যমে বন উজারের সম্ভবনা কমে আসে এবং সেই সাথে দূর্যোগের ঝুকি কমে আসে, বায়ুমন্ডলে কার্বনের মাত্রা কমে আসে এবং রান্না ঘর গরম কম হয় এবং কালি ও ধুলা মুক্ত পরিবেশ বজায় থাকে তাছাড়াও রান্নাঘর ধোয়া ও দূষনমুক্ত থাকে বিধায় শ্বাস কষ্ট কম হয়।
চোখ জ্বালা পোড়া, মাথা ব্যথা ও কান্সারের মত অসুখ কম হয়। ধোয়াঁ চিমনী দিয়ে বের হয়ে যাওয়ার ফলে স্বাস্থ্যগত ক্ষতির ঝুকি কম থাকে এবং অগ্নিজনিত দূর্ঘটনা ঘটার সম্ববনা কম থাকে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অধীনে পরিচালিত, রামপাল ইকোভিলেজ প্রজেক্ট, রামপাল এপি ২০২৪ , রামপাল উপজেলার রামপাল সদর এবং বাঁশতলী ইউনিয়ন এ ২৯২ টি সোলার প্যানেল নির্বাচিত হতদরিদ্র পরিবারের মাঝে বিনা মূল্যে বিতরণ করেন। সোলার প্যানেল ব্যবহারের ফলে বিদ্যুৎ ও খরচ সাশ্রয়ী হয়, আপদকালীন সময়ে আলোর সুবিধা পাওয়া যায়, পরিবেশের ক্ষতি হয় না, রক্ষনাবেক্ষণ তুলনামুলক সহজ হবে।