ঝিনাইদহের শৈলকুপাতে রাতের আঁধারে উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মুন্নুর সমর্থক মামুন শেখের ২০ শতক জমির পানের বরজ কুপিয়ে নষ্ট করেছে দূর্বৃত্তরা। গত বুধবার (২৪ জুলাই) উপজেলার ৫ নং কাঁচেরকোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী কৃষকের আনুমানিক ৩ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এতে ভুক্তভোগী কৃষক মামুন শেখ ও তার পরিবার দিশেহারা হয়ে উঠেছেন৷
ভুক্তভোগী মামুন হোসেন বোয়ালিয়া গ্রামের শাহাবুদ্দিন শেখের ছেলে। তিনি গত উপজেলা নির্বাচনের বিজয়ী মোটরসাইকেল প্রতিকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থক হিসেবে প্রকাশ্যে ভোট করেন। এরই জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়।
এলাকাবাসীরা জানান, মামুন খুব ভালো ছেলে হিসেবে এলাকায় সুনাম রয়েছে। আমাদের জানা মতে তার কারো সাথে কোন ঝামেলা নেই। হঠাৎ করে রাতের আধারে কে বা কারা তার ২০ শতকের পানের বরজ কুপিয়ে নষ্ট করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী মামুন শেখ বলেন, আমার কারো সাথে শত্রুতা নেই। কারো সাথে কোন ঝামেলাও নেই। গত উপজেলা নির্বাচনে আমি মন্নু কাকার ভোট করি। এর আগে আমাদের এলাকায় মন্নু কাকার সমর্থকদের ফসল কেটে দেওয়া হয়। এবার আমার পানের বরজ নষ্ট করে দেওয়া হলো।
এবিষয়ে ভুক্তভোগী মামুন শেখের পিতা শাহাবুদ্দিন শেখ বলেন, পানের বরজ ও চাষাবাদ করে আমাদের সংসার চলে। এঘটনায় আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। প্রায় এলাকায় এমন ঘটনা ঘটছে।