বর্ষা মৌসুমে শেষের দিকে দেখা মিলছে বাজারে আসতে শুরু করেছে পটিয়ার ঐতিহ্যবাহী লাল সালুর চাদরে মোড়ানো চন্দনাইশ-পটিয়ার পেয়ারা!
বেশি মিষ্টি ও বীজ তুলনামূলক কম হওয়ায় এই পেয়ারার কদর রয়েছে দেশ ও বিদেশে!
পটিয়ার হাইদগাঁও, কচুয়াই, খরনা, চন্দনাইশের কাঞ্চননগর, হাসিমপুর, ও দোহাজারীর পাহাড়ি এলাকার বাগান থেকে পেয়ারা চাষিরা পেয়ারা সংগ্রহ করে লাল কাপড় দিয়ে বেঁধে বিক্রির জন্য হাটে বাজারে আনেন চাষিরা। প্রতিদিন ভোরবেলা থেকে চোখে পড়বে এই পেয়ারা।
ঢাকা চট্টগ্রাম-কক্সবাজার, মহাসড়কের পটিয়া থেকে চন্দনাইশের অন্তত সাত আটটি পয়েন্ট এর রাস্তায় দু পাশের জায়গায় বসে এই পেয়ারার হাট।
এই পেয়ারা খেতে অনেক সুস্বাদু। চাটগাঁর ভাষায় বলা হয় গোয়াছি। যা সকলের কাছে পরিচিত একটি ফল। অনেক দূর দূরান্ত থেকে ক্রেতারা এসে বাজারে পেয়ারার জন্য। চট্টগ্রামের লোকেরা এই পেয়ারার জন্য পাগলপারা।