চট্টগ্রামের মিরসরাইয়ে বৃষ্টিতে বিভিন্ন এলাকা জলবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে বসতবাড়ি, রাস্তা ঘাট ফলে দেখা দিয়েছে দূর্ভোগ। উপজেলার গোপালপুর, জনার্দ্দনপুর সহ বেশ কিছু এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে।
উপজেলার ৮ নং দূর্গাপুর ইউনিয়নের গোপালপুর, জনার্দ্দনপুর, হাজ্বীশ্বরাই, খৈয়াছড়া ইউনিয়নের ফেনাফুনী ও গোভানীয়া, করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার,বরইরা ও বাস স্ট্যান্ড এলাকা সহ উপজেলার প্রায় বেশ কিছু এলাকা এসব এলাকায় রাস্তাঘাট, বসতভিটা।
স্থানীয়রা জানায়, রাত থেকে ভারী বর্ষণের কারণে বসতভিটা ও রাস্তাঘাট ডুবে গেছে আর তাতেই যোগাযোগ ব্যবস্থা চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিবার বৃষ্টি হলে ডুবে যায় বসতবাড়ি সহ রাস্তাঘাট। নিচু এলাকা হওয়াতে এসব এলাকায় দেখা দিয়েছে বন্যা।