ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মেয়র পুলিশবক্সে হামলা ভাঙচুর সংসদ সদস্য কার্যালয়ে আগুন

চট্টগ্রামের মেয়র রেজাউল করিম চৌধুরী  শিক্ষামন্ত্রীর মহিবুল হাসান চৌধুরীর বাসায় হামলা,মন্ত্রীর বাসভবনের সামনে রাখা গাড়ি ভাঙচুর ও ঘরের আসবাব ভাঙচুর করা হয়।। সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে আগুন দেওয়ার হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এ হামলা হয় বলে অভিযোগ হামলায় শিকার ও ক্ষতিগ্রস্তরা।

আজ ৩আগষ্ট (শনিবার) সন্ধ্যায় চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মোহাম্মদ তারেক আজিজ সন্ধ্যায় উক্ত হামলার বিষয়ে নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর
নগরীর বহদ্দার বাড়ির বাসভবনে হামলার ঘটনা ঘটেছে।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে একটি অংশ বহদ্দারবাড়ির মেয়রের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে।

এর আগে নগরের দুই নম্বর গেট চশমা হিলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনেও হামলা চালানো হয়। এতে বাড়ির দোতলার জানালা ক্ষতিগ্রস্ত হয়।

তথ্যমতে, আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম নগরের চশমা হিলে এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এ হামলা হয় বলে অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেন ছাত্র আন্দোলনের নেতারা। হামলার সময় মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বাড়িতে ছিলেন না। তবে পরিবারের সদস্যরা বাসায় ছিলেন।

এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম নগরের লালখান বাজারে চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিনের কার্যালয়েও হামলা হয়। এ সময় কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ ছাড়া নগরের নিউমার্কেট, টাইগারপাস, জিইসি মোড়ে পুলিশ বক্স ভাঙচুর করা হয়।

শিক্ষামন্ত্রীর বাসায় হামলার অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসন্বয়ক খান তালাত মাহমুদ। তিনি বলেন, ‘আমাদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি টাইগারপাস মোড়ে শেষ হয়েছে। এরপর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দায় নেবে না।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল গতকাল বিকেলে নগরের নিউমার্কেট চত্বর থেকে শুরু হয়। এরপর মিছিলটি নগরের টাইগারপাস, লালখান বাজার, জিইসি মোড়, ২ নম্বর গেট প্রদক্ষিণ করেছে।

আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম নগরের চশমা হিলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসায় হামলা হয়েছে। এ সময় বাসার সামনে থাকা দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং এর একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসার ভেতরের আসবাব ভাঙচুর করা হয়েছে। চশমা হিলের ওই বাসভবনে থাকতেন মহিবুলের বাবা ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ব্যক্তিগত সহকারী রাহুল দাশ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে একটি পক্ষ মেয়র গলিতে ঢুকে পড়ে। শ খানেক লোক মেয়র গলির চশমা হিলে মন্ত্রীর বাসায় হামলা করেন। এ সময় দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এর একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘরের আসবাব ভাঙচুর করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মোহাম্মদ তারেক আজিজ সন্ধ্যায় বলেন, আজ সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর চশমা হিলের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, নিউমার্কেট মোড় থেকে টাইগারপাস মোড়ে এসে আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এরপর ছাত্র-জনতা সবাইকে যার যার গন্তব্যে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। এরমধ্যে দুষ্কৃতিকারীরা ঢুকে হামলা-নাশকতা চালিয়েছে। এর দায়ভার কোনোভাবে ছাত্র আন্দোলন নেবে না।’

বিশেষ উল্লেখ্য : সারাদেশে কোটা আন্দোলনে ছাত্ররা একদফা দাবি ঘোষণা করেছে। ছাত্রদের তোপের মুখে সকল দাবি মেনে নিয়েছে। কিন্তু ছাত্রদের কে কেন্দ্র করে রাজনৈতিক দল দেশের ধ্বংস এবং সরকারের রাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি সংবিধান বিরোধী কাজে লিপ্ত হয়েছে। সরকার ও রাজনৈতিক দল অপরাধীদের আইনের আপায় আনতে সক্রিয় দায়িত্ব পালন করবে। সাধারণ ছাত্রদের দাবি গণদাবিতে আন্দোলন গণআন্দোলনে গনজোয়ার গণবিক্ষোভে পরিণত হয়েছে। ৪ আগষ্ট আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের ছাত্রসমাজ ছাত্র আন্দোলনকারীসহ চট্টগ্রামের সমন্বয়ক ছাত্র আন্দোলনকারীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved