জামালপুরের বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।
রবিবার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনাটি চলমান আন্দোলনে জড়িত বিএনপি-জামায়াতের কাজ বলে দাবি দলীয় নেতাদের।
স্থানীয় সূত্র জানায়, চলমান একদফা দাবি বাস্তবায়নে রবিবার সকালে মাঠে নামে শিক্ষার্থীরা। নুর মোহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে মিছিলের পর মালিবাগ মোড়ে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় দলীয় নেতাকর্মীরা কার্যালয় ছেড়ে চলে যান।
অপরদিকে উপজেলা চত্বরের সামনে থাকা বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম প্রামানিকের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম বলেন, সাধারণ ছাত্রদের সঙ্গে বিএনপি, ছাত্রদল ও জামায়াত-শিবিরের লোকজন অফিসে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
বগারচর ইউপি চেয়ারম্যান মাসুম প্রামানিক বলেন, গাড়িটি উপজেলা চত্বরে রেখে বিশেষ কাজে জেলা শহরে যাই। দুপুরে আমার গাড়ি পুড়ে যাওয়ার খবর পাই।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।
এদিকে ইসলামপুর সাব-রেজিস্টার অফিসের সামনে শিক্ষার্থীদের ওপর যুবলীগ-ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত পাঁচজন আহত হন।
এছাড়া সকাল থেকে বিভিন্ন মোড়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান ও শোডাউন দিলেও জেলা শহর, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলা শহরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল পালন করে।
এদিকে মাদারগঞ্জে মিছিল চলাকালে বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।