ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জেলা আও: সভাপতি পত্রিকা অফিস প্রেসক্লাব সরকারী স্থাপনায় হামলা লুটপাট

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাসায়, সময় টিভির অফিস,প্রতিদিন বাংলাদেশ পত্রিকা অফিস,কিশোরগঞ্জ প্রেস ক্লাব, আওয়ামী লীগ জেলা সভাপতির বাসভবন ও চেম্বারে, জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার অফিসে,কিশোরগঞ্জ সদর মডেল থানায় হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ছাত্র জনতা আন্দোলন বিপরীতে ও পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রভাবিত করতে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে জানা যায়।

সোমবার (৫ আগস্ট) বিকেলে সন্ধ্যা এবং রাতের বিভিন্ন সময়ে হামলা এবং ভাঙচুর ও লুটপাট ঘটেছে বলে জানা যায়।

বিকেলে শহরের খরমপট্টি এলাকায় বাসভবনে শত শত মানুষ প্রধান ফটক ভেঙে বাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। সাবেক রাষ্ট্রপতির শহরের খরমপট্টি এলাকায় আসবপত্র ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।

এ সময় তারা বাসার মালামাল লুট করে নিয়ে যায়। ভাঙচুর চালানো হয় ঘরের ভেতরে থাকা আসবাবপত্রে। পরে বাসার উঠানে আসবাবপত্র এনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এ সময় হামলা হয়েছে জেলা ছাত্র লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমনের বাসভবন ও ব্যক্তিগত চেম্বারে। শহরের কালীবাড়ি মার্কেটে অবস্থিত সময় টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার অফিস, প্রেসক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং কিশোরগঞ্জ সদর মডেল থানায় হামলা করেছে দুর্বৃত্তরা। এসব স্থাপনায় সেনা মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও কালীবাড়ি মোড়ে অবস্থিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে হামলা করে ভেঙে ফেলা হয়েছে।
কিশোরগঞ্জে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মধ্যাঞ্চলীয় অফিসে হামলা ও ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে।

সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের কালীবাড়ি মার্কেটের তৃতীয় তলা দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মধ্যাঞ্চলীয় অফিসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যায় হেলমেটপড়া দুর্বৃত্তের দল প্রথমে অফিসের সাইনবোর্ডটি ভেঙে ফেলে। পরে সার্টার ভেঙে ভেতরে হামলা চালায় ও ভাঙচুর লুটপাট করে দুর্বৃত্তরা।
হামলার পর দুর্বৃত্তরা মানিব্যাগ, নগদ টাকা, মোবাইল, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টসহ কম্পিউটার, ক্যামেরা, এসি, বুক সেলফ, ১৬টি বিভিন্ন ধরনের চেয়ার ও টেবিল ভাঙচুর করে নিয়ে যায়। এ সময় শতাধিক বইও লুট করে দুর্বৃত্তরা। এখনো অফিসে থমথমে অবস্থা বিরাজ করছে।

তথ্যমতে জেলা ছাত্রলীগের সভাপতির আনোয়ার হোসেন মোল্লা (সুমন) এর বাসভবনে ও তার চেম্বারে ভাঙচুর লুটপাট হামলা চালায়। কালিবাড়ি সময় টিভি ও প্রতিদিন বাংলাদেশ পত্রিকার অফিস প্রেসক্লাবে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
জেলে প্রশাসকের কার্যালয় পুলিশ সুপারের কার্যালয় মডেল থানায় হামলা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved