দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ! রক্তস্নাত বিজয়ের প্রথম ধাপে যেতে হবে বহুদূর বিজয়ের উল্লাসে বর্ণিল স্বপ্নে সারাদেশ।
২০২৪ ছাত্র আন্দোলনে রক্ত ঝড়লো অগণিত সূর্যসন্তান বজ্রকন্ঠ তাজা প্রাণের। জন্ম জীবন সৃষ্টি সার্থক হলো বীর বাঙালি নতুন ইতিহাসে। আমাদের গৌরবময় ইতিহাস কালের সাক্ষী দেখিনি সেই ৪৭,৫২,৫৪,৬৬,৫৯,৭১ এর ঐতিহাসিক আন্দোলনের রূপরেখা চিত্র কাহিনী। যার ইতিহাস স্মরণকালের স্মরণীয় হয়ে আছে আমাদের রক্তে রন্ধ্রে রন্ধ্রে ইতিহাসে। ভাষা স্বাধীনতা অধিকারের জন্য এক সাগর রক্তের বিনিময় ত্যাগে প্রেরণা গর্বে আমরা আজও গর্বিত বীর বাঙালি বিশ্ব ইতিহাসে সারা বিশ্বজুড়ে। আজ ২৪ এ ছাত্র আন্দোলনে বিজয়ের উল্লাসে বর্ণিল স্বপ্নে উদ্ভাসিত আলোকিত সারাদেশ। বিশ্ব আলোচিত হলো বাংলাদেশ। অপরাজয় বাংলাদেশ।
সারা বিশ্বে বাংলার ইতিহাসে ২০২৪ এ আন্দোলনে রচিত হলো দ্বিতীয় স্বাধীনতা। বৈষম্য বিরোধী আন্দোলন কোটা সংস্কারের ধারাবাহিকতায় নাগরিক অধিকার চেয়ে রচিত হলো নতুন ইতিহাস। যা স্মরণকালের স্মরণীয় হয়ে থাকবে বর্তমান পরবর্তী প্রজন্মে থেকে প্রজন্ম।
বীর বাঙালির একজন শহীদ আবু সাইদ যেন একেকটি স্বাধীন লাল সবুজের পতাকা। রক্তের বিনিময়ে দিয়ে গেল স্বাধীনতা। দিয়ে গেল আমাদের অধিকার। পতন হলো স্বৈরাচার। পরাধীনতার শিকল থেকে মুক্ত পেলাম আমরা। জন্ম নিল সৃষ্টি হল জাগ্রত জনতার বীর বাঙালি নতুন ইতিহাস। স্বাধীন মুক্তচিন্তা চেতনার নতুন স্বপ্নের বিনির্মাণের নতুন বাংলাদেশ। এমন অগণিত সাঈদের তাজা প্রাণ রক্তের বিনিময়ে ১৫ বছর পর মুক্ত স্বাধীন হলো দেশের আকাশ বাতাস। সাধারণ মানুষ ফিরে পেল বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। ফিরে পেল বাক স্বাধীনতা কথা বলার অধিকার।
ছাত্র জনতা সর্বস্তরের শতশত মানুষের প্রাণের উৎসর্গে রক্তস্নাত বিজয়ের প্রথম ধাপে বিজয় পেল নতুন বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলন অসহযোগ আন্দোলনের রুপ নেয়। সারা দেশ থেকে লাখো ছাত্র জনতা জনস্রোতের মার্চের গণভবন ঘেরাও মধ্য দিয়ে শেখ হাসিনার পদত্যাগ ও পতন হয়। পরিস্থিতিতে দেশ থেকে পালাতে বাধ্য করে। ইতি টানে রক্তক্ষয়ী সংঘর্ষের। হইলো অগণিত তাজা প্রাণক্ষয়ের অবসান। তরুণ প্রজন্ম পেল নতুন বাংলাদেশ বিনিনির্মাণে নতুন স্বপ্ন নতুন ভবিষ্যৎ নতুন আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ।
যেতে হবে বহুদূর সামনে অনেক পথ। পথে পথে পদে পদে বাধাঁ ফাঁদ আর ষড়যন্ত্র। সব বাধাঁ পেরিয়ে ছাত্রদের সঠিক মতামত সিদ্ধান্ত জরুরী। দেশপ্রেমিক নীতি নির্ধারক শিক্ষাবিদ চিন্তাবিদ কূটনীতিক ও রাজনৈতিক দল সর্বস্তরের সকলের ঐক্যবদ্ধ মতামতে ভিত্তিতে দ্রুত অন্তর্ভুক্তিকালীন সরকার গঠন জরুরী আবশ্যক। সিদ্ধান্তে অবহেলা গাফিলতি নীরবতা ভুল সিদ্ধান্ত ভবিষ্যৎ হতে পারে অনিশ্চয়তা আরো অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ জীবন সমাজ ও রাষ্ট্র । রাজনৈতিক ব্যক্তিগত বা ভিন্ন প্রতিহিংসা প্রতিশোধ হামলা ভাঙচুর লুটপাট সংখ্যালঘুদের দমন পিড়ন নয়। প্রতিপক্ষের জানমালের ক্ষয়ক্ষতি কোনমতেই ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্য সফল হয়ে আনবে না।
বিজয়ের উল্লাসে বর্ণিল স্বপ্ন সারাদেশ
বাংলাদেশের নতুন বিজয় দেখেছি। বিজয় উল্লাস উচ্ছ্বাসে। খুনী শেখ হাসিনার পতনে। বিজয় মিছিল উল্লাস সারাদেশ। নতুন দেশ বাংলাদেশ। স্বপ্ন পূরণ হবে ভবিষ্যৎ কেমন জানি হবে নানা কল্পনা জল্পনা দেশপ্রিয় দেশপ্রেমিক ছাত্র জনতার। ছাত্র বীর জেনারেশন দেশকে নির্দেশনা দেবে। বিজয়ের উল্লাসে শত শহীদ ভাইদের রক্তের ছড়া ইতিহাস ফুলার নয়। মুগ্ধ আবু সাঈদের রক্ত ঝরা রক্ত স্নাত বিজয় উল্লাসে ইতিহাসের স্মরণীয়। বিজয়ের বার্তা উল্লাস সুভাষ সরিয়ে পড়ুক প্রতিটি পানে প্রতিটি মানুষের জীবনে। সর্বস্তরের পেশাজীবী সকল মানুষ দেশজুড়ে।
সংসদ ভেঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত। মুক্ত হবে দেশনেত্রী খালেদা জিয়াসহ রাজনৈতিক মামলায় আটক সকল বন্ধুরা। বীর শহীদ আবু সাঈদের রক্তস্নাত বিজয় উল্লাসে মুগ্ধ বাংলাদেশ মুগ্ধ আবু সাঈদসহ অসংখ্য ছাত্রদের রক্তে স্নাত দেশে উদিত হল নতুন সূর্য কলঙ্ক মুক্ত হলো দেশ।
দীর্ঘ একমাস ৬ দিন সারাদেশ জুড়ে বৈষম্য কোটা বিরোধী ছাত্ররা আন্দোলন করতে গিয়ে স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতার মসনদের লালসার রক্ত চক্ষুর ইশারায় বুলেটের আঘাতে অকারনে নির্দ্বিধায় রাজপথে জীবন দিতে হয়েছে মুগ্ধ আবু সাঈদ সহ ঘরে ঘুমিয়ে থাকা ছোট্ট শিশু শ্রমিক পুলিশ এবং অনেক শ্রেণী পেশার মানুষের আর এ সকল নিরীহ মানুষদের জীবন বলিদান এর বিনিময়ে পদত্যাগ করে।
সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্যাতিত বিএনপি জামাত ইসলাম ও সুশীল সমাজের ঊর্ধ্বতন নেত্রীব বর্গদের সাথে জরুরী বৈঠকের মাধ্যমে তাদের মতামত এর ওপর গুরুত্ব আরোপ করে দেশের এই ক্রান্তিলগ্নে দেশ তথা জনগণের গুরু দায়িত্ব তিনি গ্রহণ করলেন এবং পাশাপাশি তিনি সারাদেশের জনগণের সহযোগিতা কামনা করেছেন এ সময় তিনি আরো বলেছেন দেশের সাধারণ আপামর জনতার মনের দাবিদাবা পূরণ করার চেষ্টা করব। ইনশাল্লাহ।
পাশাপাশি তিনিও বলেছেন আমার বাহিনীর সহ পুলিশ প্রশাসন কোন সেক্টরের কর্মকর্তারা জনগণের উপর এখন থেকে আর একটি গুলি চালাবে না। ফলে তাৎক্ষণিকভাবে বিভিন্ন গণমাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ায় বিষয়টি প্রচার হওয়ার সাথে সাথে সারাদেশ জুড়ে বাঁধভাঙ্গা উল্লাসে বাঙালির দীর্ঘদিনের পুঞ্জিত ক্ষোভ পদদলিত করে বেরিয়ে এসেছে রাজপথে বুকভরা আনন্দ উল্লাসে দেশ কলঙ্ক মুক্ত হয়ে নতুন একটি সূর্য উদিত হল আকাশে।
মুহূর্তের মধ্য বিবর্ণ আকাশের রং বদল করে আকাশ হয়েছে ঝলমল। নতুন মুক্ত আনন্দ উল্লাসে দেশের প্রতিটি মানুষ বেরিয়ে পড়েছে ডানা মেলে রাজপথে দীর্ঘদিনের বুকে আটকে থাকা পাথর যেন সরেছে তাদের। ছাত্ররা উল্লাস করে বলছে আমরা ৬৯ দেখিনি ৫২ দেখিনি ১৯৭১ দেখিনি আজ ২০২৪ এ ছাত্র আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান দেখলাম ইতিহাসের দীর্ঘ ৫২ বছর পর স্বাধীনতার বিজয়ের স্বাদ উপলব্ধি করতেছি।
এ বিজয় শুধু আমাদের নয় এ বিজয় সারা বাঙালি জাতির বিজয় এ বিজয় নিরীহ সাধারণ খেটে খাওয়া দিন মজুর মানুষদের বিজয়। এ বিজয় ছাত্র জনতা সকল শ্রেণী পেশা মানুষের বিজয়। পাশাপাশি সকল শ্রেণী পেশা মানুষের জন সমুদ্র স্রোত বইছে দেশের রাজপথ থেকে আনাচে-কানাচে। আর আজকের এই বিজয়ের মধ্য দিয়ে আবু সাঈদসহ অসংখ্য শহীদের পিতা-মাতার বুক ভরেছে গর্ভে।
এদেশে ৫২ ভাষা আন্দোলনের সময় থেকে এ পর্যন্ত ছাত্র আন্দোলনে বিজয় অর্জন করতে ব্যর্থ হয়নি তাই আজও বিজয় এনেছে। আর এই বিজয়ের মধ্য দিয়ে বিজয় হল গণমাধ্যম বিজয় হল সাধারণ মানুষের কথা বলার মুক্ত ভাষা ব্যক্ত করার। তাই আজ দীর্ঘ ৫২ বছর পর নতুন করে প্রজন্ম মুক্ত হল স্বৈরাচারের একনায়কতন্ত্র স্বৈরাশাসনের হাত থেকে।আজ থেকে হল প্রতিটি মানুষের জীবন।
প্রতিটি মানুষের অধিকার। সকল গণমাধ্যম সোশ্যাল মিডিয়া,অনলাইন প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক মিডিয়া। স্বাধীন মুক্ত নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা। জাগ্রত হোক প্রতিটি মানুষের মন-মানসিকতা চেতনা এবং অধিকার।নতুন দিনের নতুন বাংলাদেশে আবার শুরু হলো বিপ্লবী কবিদের মুক্ত বাক্যের কবিতা লেখা।