চট্টগ্রামের সীতাকুণ্ডের সনামধন্য বিজয় স্মরনী কলেজে আজ ০৮ আগষ্ট রোজ বৃহস্পতিবার একাদশ শ্রেণীর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের মাধ্যমে “ওয়রেন্টেশন ক্লাস” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় স্মরনী কলেজের অধ্যক্ষ শিব শংকর শিল।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বিজয় স্মরনী কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ও সহঃ অধ্যাপক আবু জাফর সিদ্দিকি।
ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও সহঃ অধ্যাপক দিপঙ্কর কুমার নাথ।
হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান ও সহঃ অধ্যাপক আবু তারেক খান।
রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান ও সহঃ অধ্যাপক সৈয়দা রওশন জামাল।
সহ বিজয় স্মরনী কলেজের সহ: অধ্যপক, প্রভাষক ও সকল বিভাগ (ক্লাসের) শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহঃ অধ্যাপক রওশন আক্তার ও প্রভাষক আমিনুল ইসলাম।
বিজয় স্মরনী কলেজের অধ্যক্ষ শিব শংকর শিল। তার বক্তব্য জানান নির্দেশনা মোতাবেক আজ সীমিত পরিসরে অনুষ্ঠানটি সম্পন্ন হলেও কিছুদিন পর বড় আয়োজন করবে বলে জানিয়েছেন বিজয় স্মরনী কলেজের অধ্যক্ষ শিব শংকর শিল।