আজ ০৮ আগষ্ট রোজ বৃহস্পতিবার বেলা ১২টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে সনামধন্য বিজয় স্মরনী কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষার্থীদের বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের মিছিলে স্লোগানে স্লোগানে মুখরিত ছিলো কলেজ ক্যাম্পাস ও ভাটিয়ারী।
ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে ভাটিয়ারী শহীদ মিনারে সামনে কিছুক্ষণ অবস্থান নেয় । সকলের হাতে ছিলো নিজের হাতে লিখা সমৃদ্ধ দেশ গড়ার কিছু সুন্দর স্লোগান সম্বলিত ফেইসটুন যাতে লিখা ছিলো
মাটি কাঁপে থর থর নেই কারো ভয় ডর, ছাত্র সমাজ লড়বে বাংলাদেশ গড়বে।
শিক্ষিত জাতি উন্নত দেশ, ঝড়ে পড়ার দিন শেষ।
ঘুষ ও দূর্নীতি মুক্ত দেশ চাই।
এই দেশ আমাদের সংস্কারের দায়িত্বও আমাদের।
স্বাধীন দেশে সঠিক আইনের ব্যবহার হোক।
এই স্বাধীনতায় সাধারন জনজীবনে শান্তি ফিরে আসুক।
দূর্নীতি দূর করো৷ সিন্ডিকেট ভঙ্গ করো।
অতিরিক্ত কাবিন ও যৌতুক প্রথা বন্ধ করো।
৫২ তে রক্ত দিয়ে বাক্ স্বাধীনতা পাই নি, ২৪ শে রক্ত দিয়েছি বাক্ স্বাধীনতা পেতে চাই।
সহ দেশ নিয়ে নানান স্লোগানে মুখরিত ছিলো শিক্ষার্থীদের বিজয় মিছিলে।
বিজয় স্মরনী কলেজ রোভার স্কাউট টিম গত বুধবার থেকে ফৌজদারহাট ট্রাফিক পুলিশ বক্সে আওতাধীন রোডের ট্রাফিক সিগনালে আগ্রহের সহিত ট্রাফিক নিয়ন্ত্রনে কাজ করে যাচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে নতুন অনুপ্রেরণা জেগে উঠছে তারা চাই উন্নয়নে ভূমিকা রেখে সুন্দর দেশ বিনির্মানে।