ঢাকা, মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র, ১৪৩১, ৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ

সাহসী প্রতিবাদী রিজওয়ানা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা

মোহাম্মদ মাসুদ

সৈয়দা রিজওয়ানা হাসান আইনজীবী ও পরিবেশকর্মী। পরিবেশ সুরক্ষা দেশ জনস্বার্থে সাহসী সচ্ছ নানা কর্মগুনে একবাক্যে পরিচিত দেশে আন্তর্জাতিক বিশ্বে। পরিবেশগত ন্যায্যতা প্রতিষ্ঠায় বেলা’র সাহসী ও যুগোপযোগী নানা পদক্ষেপে আলোচিত ও প্রশংসিত দেশজুড়ে।

প্রতিবাদী সাহসী ঝুঁকি চ্যলেঞ্জ সত্বেও আন্যায় নীতিহীনতায় আপোষহীন। নতুন প্রজন্মে তারুণ্যের অনুপ্রেরণা। ত্যাগী কর্মবীর বরেণ্য কৃতি সূর্যসন্তান। আইনজীবী ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন চুনারুঘাটের রিজওয়ানা হাসান।

আইনজীবী ও পরিবেশকর্মী হিসেবে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে নানা কাজে প্রশংসিত ও আলোচিত হয়েছেন। বর্তমানে তিনি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেব শপথ গ্রহণ করেছেন। নতুন ভাবে আলোচিত এবং প্রশংসিত হয়েছেন অনেকের মুখে মুখে সর্বস্তরের মানুষের মাঝে সারা দেশজুড়ে। নানাগুনে প্রশংসিত আলোচিত সবার মাঝে।

প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও পরিবেশগত ন্যায্যতা প্রতিষ্ঠায় বেলা’র সাহসী ও যুগোপযোগী নান পদক্ষেপে আলোচিত ও প্রশংসিত হয়েছে জনমনে।

২০২২ এ  আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের “পরিবেশ পুরস্কার” এবং প্রথম বাংলাদেশী হিসেবে “গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ”প্রাপ্ত, এবং ২০০৯ খ্রিষ্টাব্দে টাইম সাময়িকীর “হিরোজ অফ এনভায়রনমেন্ট”খেতাবপ্রাপ্ত বাংলাদেশী আইনজীবী ও পরিবেশকর্মী। এছাড়া তিনি ২০১২ সালে রামোন ম্যাগসেসে পুরস্কার পান। এছাড়াও তিনি নানা পরিবেশ রক্ষা ও জনস্বার্থে নানা ইতিবাচক পরিবর্তন ল উপকৃত এবং প্রশংসিত কাজ করে আলোচিত হয়েছেন সর্বস্তরের জনগণ ও ওর সকলের মাঝে। আলোচিত হয়েছেন সারা দেশজুড়ে আন্তর্জাতিক অঙ্গনেও।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল বৃহস্পতিবার রাতে সরকারের অন্য উপদেষ্টাদের সঙ্গে তিনিও শপথ গ্রহণ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে, হবিগঞ্জের একজন সন্তান উপদেষ্টা হিসেবে পেলাম। আমি আশাবাদী, সৈয়দা রিজওয়ানা হাসানের মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে।

উল্লেখ্য: রিজওয়ানা (জন্ম ১৯৬৮ খ্রিষ্টাব্দ ১৫ জনুয়ারি) জন্মেছেন ঢাকার ধানমন্ডিতে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি হাবিলী গ্রামের রিজওয়ানার বাবা সৈয়দ মহিবুল হাসান সাবেক প্রতিমন্ত্রী। মা সুরাইয়া হাসান। বাবা-মায়ের একপুত্র ও একমাত্র কন্যা পরিবারে সবার ছোট তিনি ।পরবর্তীতে সহপাঠী আইনবিদ ব্যবসায়ী আবু বকর সিদ্দিক-এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি তিন সন্তানের জননী: মেয়ে নেহলা, দুই ছেলে যাবির ও জিদান।

রিজওয়ানার চাচাতো ভাই সৈয়দ লিয়াকত হাসান চুনারুঘাট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। রিজওয়ানার মায়ের বাড়ি সিলেট বাবার বাড়ি নোয়াখালী হাতিয়া নিবাসী। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে, তিনি চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান লিয়াকত হাসানের ছোট বোনের মেয়ে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved