ঢাকা, মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র, ১৪৩১, ৯ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ

সিএমপি পুলিশ সেবা কার্যক্রম সীমিত পরিসরে চালু

স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথম জনগণ পুলিশ সেবা থেকে দীর্ঘ সময় বঞ্চিত। স্বৈরাচার সরকারের পতনের পর থেকে ৪/৫ দিন পর্যন্ত এখনো পুলিশ কর্মস্থল বিরতিতে রয়েছে। পুলিশ যেখানে জনগনকে নিরাপত্তা দেওয়ার কথা সেখানে উল্টো পুলিশেই য়েন নিরাপত্তাহীনতায় জীবন ঝুঁকিতে পড়ে। ছেড়ে যেতে বাধ্য হয় কর্মস্থল। পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে পুলিশ কর্মস্থানে ফিরছে।

আজ শুক্রবার (৯আগষ্ট) রাত পোনে ৮টায় সিএমপির জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিএমপির ১৬ টি থানার মধ্যে ১১টি থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে।
কার্যক্রমের মধ্যে রয়েছে ১) চান্দগাঁও ২) বায়েজিদ বোস্তামী ৩) খুলশী ৪) পাঁচলাইশ ৫) সদরঘাট ৬) চকবাজার  ৭) বাকলিয়া ৮) পাহাড়তলী ৯) আকবরশাহ ১০) কর্ণফুলী ১১) বন্দর।

তিনি আরো বলেন,আগামীকাল থেকে ১২) হালিশহর ১৩) ডবলমুরিং ১৪) কোতোয়ালী (থানা প্রাঙ্গণে) কার্যক্রম সীমিত পরিসরে নিজস্ব ভবনে বা ভবনের সামনে শুরু হবে।

আগামীকাল থেকে যে থানার কার্যক্রম সীমিত পরিসরে একটি ফাঁড়িতে শুরু হবে-১৫) ইপিজেড থানা (নিউমুরিং ফাঁড়ি) নতুন ভবন খোঁজা হচ্ছে যে থানার কার্যক্রম শুরু করার জন্য- ১৬) পতেঙ্গা থানা।

উল্লেখ্য: সত্যকে হত্যা করা যায় না। ইতিহাস ধামাচাপা দিলেও নিশ্চিহ্ন করে মোছা যায় না। গত তিন দশকের দুই দশক আওয়ামী সরকারের স্বৈরাচার শাসন আমলে নির্বাহী নির্দেশের ফাঁকে ফাঁদে পড়ে পুলিশ প্রশাসন। বিরোধী রাজনৈতিক দলসমূহ জনগণ ও পুলিশের মধ্যে সৃষ্টি হয় দূরত্ব।

পুলিশ প্রশাসনকে বেআইনিভাবে ব্যবহার দলীয়করণ করা। আইনের শাসনকে কুক্ষিগত করে সরকারের নীতিহীন ব্যক্তিগত অপব্যবহার। বিরোধী রাজনীতি দলসমূসহদের দমন পিরন হামলা মামলা জানমালের অপরিণীয় ক্ষয়ক্ষতিতে ডাল হিসেবে ব্যবহার করেছে প্রশাসনকে।

পর্যায়ক্রমে পরিস্থিতিতে জনগণ ও সাধারণ মানুষ প্রশাসন কর্তৃক চরম নিরাপত্তাহীনতা নিপীড়ন নির্যাতন নিষ্পেষণে বিপরীত বিরোধী উগ্রতায় ক্ষিপ্ত ও আক্রোশে পরিণত হয়। নানা অনিয়ম অভিযোগের তীব্রতা তিক্ততায় প্রশাসন পুলিশের প্রতি ক্রমেক্রমে আরো তীব্র তিক্ততা ক্ষোভ প্রতিহিংসা সৃষ্টি হয়।

পুলিশ জনতা জনতাই পুলিশ। আইনের শাসন রক্ষায় শৃঙ্খলা আস্থা নিরাপত্তাহীনতায় হোক পুলিশের ধারাবাহিক রুটিন কর্মজীবন।

পুলিশ সততায় স্বচ্ছতায় কর্মগুনে আগের বিশ্বস্ততা গৌরব ও সমর্যাদা ফিরে আসবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। পুলিশ হোক জনগণের বন্ধু।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved