দেশের অরাজকতা সৃষ্টি না হওয়ার জন্য এবং মন্দিরের কোনো ক্ষতি না করার জন্য পটিয়ার, গণমানুষের নেতা আলহাজ্ব এনামুল হক এনাম (বিএনপি) এর নির্দেশে পটিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ধর পাড়ায় অবস্থিত সনাতনী ও হিন্দু ভাইদের মন্দির সারারাত পাহারায় থাকেন।
মন্দির পরিদর্শন করে ( বি এন পি) স্হানীয় নেতাদের সঙ্গে নিয়ে রাতে কড়া নিরাপত্তা দানের প্রতি আহবান করেন।
এতে জনগনের সচেতনামূলক পরবর্তী দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন,
পটিয়া (বিএনপি) নেতা মোঃ আবুল মনছুর আমিরী, মোঃ মিজানুর রহমান,
পৌরসভা যুবদলের সংগ্রামী আহ্বায়ক
আবছার উদ্দিন সোহেল ও বি এন পি নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
মন্দিরে নেতাকর্মীরা উপস্থিত থেকেই সারারাত পাহারায় থাকেন। যাতে কোনো দূষকৃতি দল মন্দিরের ভাঙচুর করতে না পারে।
হিন্দুদের পাশে আমরা বিএনপি ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকবো বলে জানান বিএনপির নেতা এনামুল হক এনাম।