সড়কে ইট বসানো তারপরও আমাদের যাওয়া আসা কষ্ট হয়ে পড়েছে তার উপর বৃষ্টি হলে সড়কের উপর দিয়ে পানি যাওয়া আসা করে আমাদের খুব কষ্ট হয়ে পড়ে বহমান বাংলাকে এভাবে বলেছিলেন স্থানীয় বাসিন্দারা।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৮ নং দূর্গাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শিকার জনার্দ্দনপুর কমিউনিটি ক্লিনিক সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। দীর্ঘ ৮ বছর যাবত এই সড়কটির কাজ না হওয়ায় যাতায়াত করতে কষ্ট হয়ে পড়েছে প্রায় ৬০ টি পরিবার।
এই সড়ক দিয়ে, ঝুলনপোল, বামনসুন্দর দারোগারহাট, শিকার জনার্দ্দনপুর, ছত্তর ভূইয়ার হাট, ১০ নং ইউনিয়নের প্রায় অসংখ্য মানুষ এই সড়ক দিয়ে যাওয়া আসা করে এবং জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়, দূর্গাপুর নগেন্দ্র উচ্চ বিদ্যালয় সহ আশেপাশের আরো ২-৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী যাওয়া আসা করে। কিন্তু সড়কের এমন বেহাল হওয়ায় যাওয়া আসা করতে কষ্ট
হয়ে পড়ে।
স্থানীয়দের সাথে কথা বললে বহমান বাংলাকে জানান, এই সড়কটি দীর্ঘ ৮ বছর ধরে অবহেলিত। সড়কে ইট বসানো হলেও ইট সরে গিয়ে সড়কের অধিকাংশ স্থানে সড়ক ধসে ইট সরে গিয়ে সেখানে খানা খন্দে সৃষ্টি হয়েছে। আমাদের এই সড়ক দিয়ে যাওয়া আসা কষ্টকর হয়ে পড়েছে।
তারা বহমান বাংলাকে আরো জানান, আমরা বার বার মেম্বার চেয়ারম্যান কে বললে তারা করে দিবে বলে শুধু আশ্বাস দিচ্ছে এভাবে কেটে গেছে ৮ টি বছর। কয়েকবার বাজেট হয়েও কাজ হচ্ছেনা।
সরকারের কাছে আমাদের একটাই দাবী আমাদের দূর্ভোগের কথা চিন্তা করে আমাদের ও ছাত্র-ছাত্রীদের স্কুল,কলেজের যাতায়াতের সুবিধার্থে অতি শীঘ্রই এই সড়কটি যেন সংস্কার করে দেয় এবং আমাদের দূর্ভোগ লাঘব করে এটাই দাবি সরকারের কাছে।