অনলাইন ডেস্ক:
মিরসরাইয়ে নিখোজের ৭ দিন পর যুবদল কর্মীর খন্ডবিখন্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ আগষ্ট মঙ্গলবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিন সোনাপাহাড় এলাকার মস্তান নগর রেল ষ্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
খুন হওয়া যুবক জোরারগঞ্জ থানার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ সোনা পাহাড় মো. দেলোয়ার হোসেন কেরানীর ছেলে। সেনাবাহিনীর মেজর আরেফিন এর নেতৃত্বে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার কার্যক্রম চালায়।
ঘটনার বিবরণে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের দিন ৬ আগষ্ট মঙ্গলবার রাত ১১ পর্যন্ত বিজয় মিছিল করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে। মিছিল শেষে বাড়ি ফিরে যাওয়ার সময় নিখোঁজ হয়। এর পর থেকে তাকে গত ৭ দিন খুঁজে পাওয়া যাচ্ছিল না।