ঢাকা, বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র, ১৪৩১, ১০ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ

খুলনার কয়রা নদীর চর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

খুলনার কয়রায় নদীর চর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাগালী পূর্ব পাড়া গ্রামে কয়রা নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, স্রোতের বিপরীতে নদীর চরে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃত ওই নারীর বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর পরনে লাল ও কালো রঙের জামাকাপড় ছিল।
স্থানীয় বাসিন্দা পারুল আক্তার বলেন, ‘আজ সকালে আমরা ওই নারীর লাশ নদীর চরে আটকে থাকতে দেখি। লাশটি উপুড় হয়ে পড়ে ছিল, এ কারণে চেহারা দেখা যায়নি। পুলিশ আসার পর চেহারা দেখে মনে হয়েছে, এলাকায় দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন এক নারী ঘুরে বেড়াতেন, তিনি হতে পারেন। ওই নারী মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে খেতেন। কয়রা সেতুর আশপাশে প্রায়ই সময় তাকে দেখা যেত ।
কয়রা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবন বিশ্বাস জানান, রাতে সেতুর ওপর থেকে নদীতে পড়ে ওই নারীর মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন তাঁরা।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ওই নারীর পরিচয় জানতে কাজ চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved