চট্রগ্রামের পটিয়ায় আমির ভান্ডার দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এবারও সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় আমির ভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২ তম ঈদে মিলাদুন্নবী (দ) মাহফিল।
এতে দেশবরেণ্য ওলামায়ে কেরাম গণ তশরিফ আনবেন।
এই ১২ দিন ব্যাপী সালাওয়াতে রাসুল (দ ) মাহফিল সাফল্য মন্ডিত করার জন্য আমির ভান্ডার দরবার শরীফে আগামী ১৬ আগস্ট রোজ শুক্রবার বাদে মাগরিব ১২ দিন ব্যাপী ২২ তম ৪ হতৈ ১৫ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের কর্মকর্তা খাদেমান আজীবন সদস্য দের সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
আসন্ন ২২ তম ঈদে মিলাদুন্নবী (দ) মাহফিল কিভাবে সুন্দরতম করে তুলবে এবং কিভাবে পরিচালনা করবেন এবং মাহফিল এর সকল কাজ কিভাবে সম্পাদন করবেন এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য সাধারণ সভার আয়োজন।
এই সাধারণ সভায় মাহফিলের সকল কাজকর্মের দায়িত্ব বন্টন করা হবে।
এতে উপস্থিত থাকবেন আউলাদে আমির ভান্ডারের আউলাদ গণ। এতে আরো উপস্থিত থাকবেন ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল এর আজীবন সদস্য এবং কমিটির সকল সদস্য বৃন্দ।
এই সাধারণ সভায় আপনাদের সকলের উপস্থিতি কামনা করছেন সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদের সভাপতি মুহাম্মদ তৌহিদুল আলম।