ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

দৈনিক ভোরের দর্পণের গাজীপুর জেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মিলনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ভোরের দর্পণের গাজীপুর জেলা প্রতিনিধি মরহুম শেখ মঞ্জুর হোসেন মিলনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ১৭ ই আগষ্ট, আজকের এই দিনে কাপাশিয়া উপজেলায় নিউজ এর তথ্য সংগ্রহ করে বাড়িতে ফিরার সময় ঘাতক ড্রাম ট্রাকের চাপায় মঞ্জুর হোসেন মিলন নিহত হয়?

এ উপলক্ষে শনিবার (১৭ আগষ্ট ) দুপুরে গাজীপুর সিটি প্রেসক্লাব’র উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি রিমিন আক্তারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় মিলাদ মাহফিলে স্মৃতিচারণ করেন প্রথম আলোর গাজীপুর সংবাদদাতা মো. আল-আমিন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: আক্তার হোসেন, সহ-সভাপতি সাইফুল ইসলাম খান, সহ-সভাপতি বেলায়েত শেখ, সাংগঠনিক সম্পাদক মো: হাসান আলী, কোষাধ্যক্ষ আবুল হোসেন সবুজ, তথ্য ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান ভূঁইয়া, গাজীপুর পরিবেশ আন্দোলনের ( গাপা) সাধারণ সম্পাদক এবং প্রেসক্লাবের সদস্য মো. মেহেদী হাসান, নিহত সাংবাদিকের ছোট ভাই কামালসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন মারকাযুল ফয়েজ আল ইসলাম গাজীপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি তাজুল ইসলাম ফয়েজী।

অনুষ্ঠানে শেখ মঞ্জুর হোসেন মিলনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন একজন সাহসী সাংবাদিক ছিলেন মঞ্জুর হোসেন মিলন। মঞ্জুর হোসেন মিলনের মৃত্যু সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর আদর্শকে লালন করে জনকল্যাণমুখী সাংবাদিকতা করতে পারলে দেশের মানুষ উপকৃত হবে।

সিনিয়র এ সাংবাদিককে ড্রাম ট্রাক চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে তাঁর সহকর্মীরা বলেন, দিনের বেলা প্রকাশ্যে ড্রাম ট্রাকের চাকার নিচে ফেলে মিলনকে হত্যা করা করা হয়েছে। জাতির বিবেক, সমাজের দর্পন সাংবাদিক মিলন মানুষের দুঃখ দুর্দশা, সমাজের অসঙ্গতি তুলে ধরতেন৷ হত্যার শিকার হয়ে সেই সাংবাদিকের পরিবারকে আজ বিচার চাইতে হয়, যা সত্যিই নিন্দনীয়।

এ সময় সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। সকাল থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় কোরআন পাঠ করা হয়৷

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, নিহতের পরিবারের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved