মোহাম্মদ মাসুদ
স্বাধীন বাংলাদেশে প্রথম ছাত্র জনতা আন্দোলন সংঘর্ষে প্রায় অর্ধশত পুলিশের মর্মান্তিক মৃত্যু হয়। পুলিশের গুলিতে ছাত্র-জনতার অগণিত লাশের রক্ত সাগরে ভয়ানক লোমহর্ষক ভয়াবহ চিত্রে কেঁপে উঠে দেশ বিশ্ব। ছাত্র জনতা বৈষম্য বিরোধী সংস্কারের দাবিতে প্রতিবাদের ঝড় উঠে সারা দেশে। কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।
এতে জানানো হয়, বিভিন্ন পদমর্যাদার ৪৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে এসআই ১১ জন
কনস্টেবল ২১ জন, নায়েক ১জন, এএসআই ৭ জন, এটিএসআই ১জন এবং পরিদর্শক ৩ জন।
এদের মধ্যে ২৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন ৫ আগস্ট, ১৪ জন নিহত হয়েছেন ৪ আগস্ট এবং বাকি সদস্যরা বিভিন্ন সময় নিহত হন।
উল্লেখ্য, ৫ আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মুখের তোপে পড়ে ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয় প্রধানমন্ত্রী। তৎক্ষণাৎ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যেতে বাধ্য হয়।
গত ১৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে জেলায় জেলায় সহিংসতায় মাত্র তিন সপ্তাহে কয়েকশ মানুষের প্রাণহানির তথ্য আসে। সরকার নেতিবাচক আলোচনায় শীর্ষ সমালোচিত হয়। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সাধারণ জনগণের সর্বস্তরের শ্রেণী পেশা সকল মানুষের মাঝে। সারাদিন জুড়ে শুরু হয় অসহযোগ আন্দোলন ঢাকা মুখী লংমার্চ। বাংলার ইতিহাসে রেকর্ড এমন আন্দোলন হয়নি স্বাধীনতার পর কোন সময়ই। কোটি জনতার স্বৈরাচার বিরোধী সরকার পতন হতে বাধ্য হয়। যা শিষ্য আলোচিত হয় দেশ জুড়ে আন্তর্জাতিক অঙ্গনে। আগস্টের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারবিরোধী থেকে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ১৭ কোটি মানুষ ফিরে পায় নতুন করে স্বাধীনতা। নতুন বাংলাদেশ। মুক্ত বাতাসে স্বাধীনতা ফিরে পায় প্রতিটি মানুষ। মুক্ত বাংলাদেশ।