মাস যেতে না যেতে আবারো বৃষ্টি শুরু হলো আবারো বন্যার কবলে মিরসরাইয়ের মানুষ সময়ের ব্যবদানে আবারো বন্যার কবলে মিরসরাই দূর্ভোগে হাজারো মানুষ। অতি বৃষ্টি ও পাহাড়ী ঢলে তলিয়ে গেছে মিরসরাইয়ের বেশির ভাগ নিমাঞ্চল এলাকা।
খোজ নিয়ে জানা যায়, ওচমানপুর এলাকা, খৈইয়াছড়া ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের পেনাপুনী এলাকা, ৬ নং ইছাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জমাদার গ্রাম ফকির তালুক সহ বেশিরভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় বসতবাড়িতে পানি ডুকে পড়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। ফকির তালুক এলাকায় শতাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়ে।
৬ নং ইছাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জমাদার গ্রামের স্থানীয় বাসিন্দা টিপু সুলতান বলেন, মৎস্য প্রকল্পের পানি ও বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে ৬ নং ইছখালি ইউনিয়ন তিন নাম্বার ওয়ার্ড ফকিরের তালুক ও জমদার গ্রামের শতাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে এই নিয়ে মোট ৬-৭ বার এখানকার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।
অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন বলে জানান তিনি না হলে আগামীতে আরো ভয়াবহ বন্যার কবলে পড়তে হবে এখানকার বাসিন্দাদের।
মাস যেতে না যেতে আবারো ডুবল মিরসরাইয়ের নিমাঞ্চল এলাকা এই দূর্ভোগ থেকে কবে মুক্তি পাবে মানুষ।