সরকার আসে সরকার যায়, বদলায় জনপ্রতিনিধিরা, বৃষ্টি আসে বৃষ্টি যায় কিন্তু সড়কটির অবস্থা থাকে একই। কোন সরকার এই সড়কের সংস্কার কাজ করেননি প্রায় ২০ বছর যাবত। ফলে দূর্ভোগ ও ভোগান্তির শেষ নেই এই সড়ক দিয়ে যাওয়া আসা করা ৭-৮ টি গ্রামের ও শিল্পজোনের প্রায় হাজারো মানুষের।
বলছি, চট্টগ্রাম মিরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়ন এর ৭ ,৪,৩,২,১ ওয়ার্ড আওতাধীন খুবই গুরুত্বপূর্ণ সড়ক মুহুরী প্রজেক্ট টেকেরহাট সড়কের কথা। এই সড়কটির দূরত্ব প্রায় ৬ কিলোমিটার।
এই সড়ক দিয়ে প্রতিদিন চুনিমিজির টেক বহদ্দার গ্রাম ভূঁইয়া গ্রাম হাফিজ গ্রাম জমদার ফকিরের তালুক সাব উদ্দিন নগর এর হাজারো মানুষ ও ছৈয়দুল হক উচ্চ বিদ্যালয় মাদবার হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাদবার হাট নুরানী মাদ্রাসা মোস্তফা একাডেমী স্কুল ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় টেকের হাট মাদ্রাসা, জেবি শিশু কানন, জোরারগঞ্জ মহিলা কলেজ, বারৈয়ারহাট কলেজ মিরসরাই কলেজ, নিজামপুর কলেজ মহাজন হাট কলেজ
এর অসংখ্য শিক্ষার্থী যাওয়া আসা করে।
স্থানীয় বাসিন্দা টিপু সুলতান বহমান বাংলাকে বলেন, আমরা অনেকবার মেম্বার চেয়ারম্যান কে বলার পরও তারা এই সড়কের কাজ করেননি এই সড়কটির এমন অবস্থা হয়েছে যে, খালি পায়ে হাটাও কষ্ট হয়ে পড়ে তিনি আরো বলেন, একবার বিএনপির আমলে এই সড়কটি সংস্কার হয়েছিল কিন্তু এই ২০ বছর যাবত এই সড়কটি আর সংস্কার হয়নি।
এই সময় তিনি বহমান বাংলা কে আরো বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন আশে পাশের এলাকা ও শিল্পজোনের লোকজন ও দূর দূরান্তের স্কুল, কলেজের শিক্ষার্থীরা যাওয়া আসা করে এত মানুষের এই সড়ক দিয়ে চলাচল কোন সরকার বা জনপ্রতিনিধি এই সড়কের কাজ করেননি তাতে বর্ষার সময় আমাদের এই সড়ক দিয়ে চলাচল করতে কষ্টসাধ্য হয়ে পড়ে এই ভোগান্তির শেষ কোথায়?
এই সড়কের এমন অবস্থা হয়েছে যে, সড়কের কার্পেটিং উঠে গিয়ে পুরু সড়কটি বড় বড় গর্ত, কোথাও কোথাও খানা খন্দে সৃষ্টি হয়েছে আর তাতেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই সড়কটির।
অতি দ্রুত এই সড়কটি সংস্কার করা না হলে এই ইউনিয়নের মানুষের চলাচলে ভোগান্তি ও দূর্ভোগ কমবে না তাই অতি শীঘ্রই এই সড়কটি সংস্কার করার দাবী জানান সর্বস্তরের মানুষ।