সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৭নং নলকা ইউপি ৪নং ওয়ার্ডে ইসলামি যুব আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ আগস্ট ২০২৪) পূর্ব ফরিদপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইসলামি আন্দোলনের নেতা কর্মী এবং বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে (২০২৪-২০২৬) সালের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করে ঘোষণা করেন দলটির উর্ধতন নেতা কর্মীরা।
নবগঠিত কমিটির সভাপতি হলেন মাওলানা আবুল হাশেম এবং সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম।
আর বাকি সদস্য হলেন,
সহ সভাপতি মাওলানা জামাল উদদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাশেম (ইমাম মধ্য পাড়া), সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক, দফতর ও প্রকাশনা সম্পাদক মাওলানা আঃ শাকুর, অর্থ সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সামিউল, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা শাহ কামাল, সমাজ কল্যাণ সম্পাদক মুফতী আব্দুর রাজ্জাক, সলঙ্গা থানা শাখার সভাপতি মাওলানা সাইদুল ইসলাম উপস্থিত সকলের সামনে নবগঠিত কমিটি ঘোষণা করেন।