সিরাজগঞ্জ বেলকুচিতে বাংলাদেশ-ভারত অভিন্ন নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত, উজানে বাঁধ বন্ধ করা এবং ‘দাসত্বমূলক সব চুক্তি বাতিল করাসহ ভারতীয় আগ্রাসনের’ বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।
শুক্রবার ( ২৩ আগষ্ট ) দুপুর ২ টায় দিকে আল-বাহেলা খাতুন জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি মেইন রাস্তা হয়ে মুকুন্দগাতী যাত্রী ছাওনি গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এ সময় বিভিন্ন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, কুমিল্লা, ফেনীর জনগণকে সতর্কবাণী না দিয়ে মাঝ রাতে
ভারতের ফারাক্কা বাঁদ ছেড়ে দেওয়ায়,বেলকুচি উপজেলায় মুসল্লিগণ জুমার নামাজ শেষে রাজপথে নেমে। ভারতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে ভারতীয় প্রণোর বয়কটের ঘোষণা দেন মুসল্লিগণ,
সমাবেশে বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক বেলকুচি উপজেলার মুসা হাশেমী বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করতে পারলেও এখনো ভারতীয় আগ্রাসন চলমান।
সমন্বয়ক ইকবাল এইচ রিপন বলেন, “যে ভারত আমাদের ফেলানীকে হত্যা করেছে, সীমান্তে মানুষ হত্যা করে এবং বন্যায় বাঁধ খুলে বালাদেশের মানুষকে প্লাবিত করে সেই দেশের অনুদানে জাবিতে কোনো ভবন নির্মাণ করতে দেওয়া হবে না।
এসময় উপস্থিত ছিলেন মুছাব্বির হোসেন ও বাজার মসজিদের সাবেক ইমাম হাফেজ আতিকুল ইসলাম, ওবায়দুল ইসলাম, মনিরুজ্জামানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেত্রীবৃন্দ।