চট্টগ্রামের সীতাকুণ্ড কদম রসুল কেশবপুর অবস্থিত ইনফিনিয়া কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড এর পক্ষ থেকে ফেনি নোয়াখালী জেলার বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
আজ শনিবার ২৪ আগস্ট সকাল থেকেই বন্যা দুর্গত মানুষের মাঝে বিতরণ করেন।
এতে উপস্থিত ছিলেন ইনফিনিয়া কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড এর এডমিন বিভাগের সহকারী ম্যানেজার এ কে এম শামসুদ্দিন ফাহাদ, ওভেন ডাইং বিভাগের ম্যানেজার মোরশেদ আলম।
ত্রাণ বিতরণে দায়িত্বে ছিলেন ইনফিনিয়া কম্পোজিট টেক্সটাইল মিলস এর ওভেন ডাইং বিভাগের অপারেটর মোঃ সজীব, মোঃ মাহফুজুর রহমান, মোঃ জুয়েল, মোঃ রিফাত, মোঃ শামীম আরো অনেকেই।
ওভেন ডাইং বিভাগের ম্যানেজার মোরশেদ আলম বলেন, ফেনি নোয়াখালী কুমিল্লা জেলায় বন্যার সৃষ্টি হয়। আর এই বন্যার পানিতে লাখো মানুষ পানিবন্দি হয়েছে। আমরা ইনফিনিয়া কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড এর পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করি। আমাদের প্রত্যেকের উচিত এসময় অসহায় ও পানি বন্দিদের মাঝে ত্রাণ বিতরণ করা।
এতে এডমিন বিভাগের সহকারী ম্যানেজার এ কে এম শামসুদ্দিন ফাহাদ বলেন, আমরা পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করার উদ্যোগ নিছি । বিশেষ করে ফেনি নোয়াখালী জেলার বেশিরভাগ মানুষ পানিবন্দি হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করি।
তিনি আরো বলেন, আমাদের প্রত্যেকের উচিত এসময় বন্যার্তদের পাশে দাঁড়ানো। যারা পানিবন্দি আছে তাদের উদ্ধার করা। আমাদের ওভেন ডাইং বিভাগের সকল অপারেটররা প্রতিটি পানিবন্দি পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে।
ফেনি নোয়াখালী জেলায় হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এসময় সব ভেদাভেদ ভুলে সকলেই একসাথে তাদের পাশে দাঁড়ানো উচিত।