চট্টগ্রাম জেলার অন্তর্গত মিরসরাই এবং ফটিকছড়ির অবস্থা খুবই খারাপ। সোনাগাজী দিয়ে যা পানি ঢুকতেছে তা মিরসরাই দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে পানি কমার নাম নেই, পানির মাত্রা ধীরে ধীরে বাড়ছে। অনেকের ঘর ডুবে গেছে পানিতে। এখানে বিভিন্ন সংগঠন কার্যক্রম চালালেও প্রত্যন্ত অঞ্চলের পানিবন্দি মানুষের পানি এবং খাদ্যের অভাব দেখা দিয়েছে।
অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অবস্থা খুবই শোচনীয়। হালদা নদীর পাড় ভেঙে অঞ্চলগুলোতে বন্যা বিশালাকার ধারণ করেছে। বাড়িঘর পানিতে ডুবে গেছে। মানুষ আশ্রয় নিচ্ছে আশ্রয় কেন্দ্র গুলোতে। ফটিকছড়ি ভূজপুরের নারায়ণহাট সবচেয়ে বেশি বন্যা কবলিত এলাকার একটি। অঞ্চলটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
উপরোক্ত উপজেলাগুলোর প্রত্যন্ত অঞ্চলগুলোতে তেমন কোনো টিম যায়নি ত্রাণসামগ্রী নিয়ে। ওদের দরকার ত্রাণ, শুকনো খাবার, পড়নের কাপড় ও মোমবাতি। বর্তমানে এসবের খুবই সংকট রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে সংগঠন ও মানুষজন ত্রাণ নিয়ে আসলেও তারা এই অঞ্চলগুলোতে পৌঁছে দিতে পারে নি। তাদের প্রয়োজনীয় খাবার পানি যোগান দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের সহায়তা করুন।