সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ফেনী জেলা প্লাবিত হয়। জেলাটি নদীর পার্শ্ববর্তী হওয়ায় বন্যার প্রকোপ এতো বেশী, যা স্মরণকালের ভয়াবহ রূপ নিয়ে মানুষের সামনে আবির্ভাব হয়েছে।
বন্যার বিষন্নতায় মানুষ শুধু আতঙ্কিত হয় নি, হয়ে পড়েছে হতবিহ্বল। নদীর পাড় ভেঙেছে, বৃক্ষ উপছে গেছে, রাস্তা নষ্ট হয়ে গিয়েছে, মাঠের পর মাঠ সেখানে সোনালী ফসল, বাড়িঘর ডুবে যায় বিশাল জলরাশির তলে। এই অবস্থায় মানুষের আশ্রয় নেওয়ার জায়গা নেই, প্রাণ বাঁচানোর মতো খাদ্য নেই – শুধু আছে গগণবিদারী হাহাকার।
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এই মানুষ গুলোর পাশে দাঁড়ানোর মতো মানুষের বড় অভাব। সরকারি সাহায্যের নামে যে ত্রাণ সামগ্রী দেওয়া হয় তা পর্যাপ্ত নয়। অভূক্ত মানুষের খাবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, শিশুদের জন্য গুড়া দুধ, বার্লি ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা অতীব জরুরি। তাই বন্যাদুর্গত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য দেশের সকল মানুষকে অনুরোধ করছি।