ডেক্স নিউজ
কিশোরগঞ্জে আগুনে পুড়িয়ে দুই জনকে হত্যার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নাজমুল হাসান পাপনসহ ৮৮ জনের নামে থানায় মামলা করা হয়েছে।
৩০আগস্ট (শুক্রবার) দুপুর কিশোরগঞ্জ মডেল থানায় মতিউর রহমান নামে এক বিএনপি কর্মী বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদসহ কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাবেক এমপি আফজাল হোসেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সাবেক এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিককেও আসামি করা হয়েছে।
এছাড়া কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, সাবেক রাষ্ট্রপতির মেঝো ছেলে রাসেল আহমেদ তুহিন, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্ছুসহ ৮৮ জনের নামে এই মামলা রুজু করা হয়েছে।