মাত্র ১০ দিনের জন্য টাকা নেওয়ার কথা বলে এক গৃহবধূর কাছ থেকে নগদ দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন শেখ ফরিদ ওরপে বেলায়েত হোসেন। ঐ প্রতারকের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার রহমতাবাদ এলাকার বশরের পুত্র।
ভুক্তভোগী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, আমাকে ১০-২০ দিনের কথা বলে টাকা নিয়ে পালিয়ে গেছে। যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি আমার সাথে যোগাযোগ করতে রাজী হয়নি এবং আমার টাকাও দিতে রাজী হননি ঐ প্রতারক।
তিনি আরো বলেন, আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আমাকে তার স্ত্রী সহ বার বার আমাকে আকুতি মিনতি করেছে এবং তারা আমাকে বলে আমি টাকা ১০-২০ দিনের মধ্যে পরিশোধ করে দিবে কিন্তু আজ প্রায় ২ বছর অতিবাহিত হতে যাচ্ছে এখনো পর্যন্ত টাকা গুলো পরিশোধ করার কোন নামই নেই। তাই সমাজের জনপ্রতিনিধিদের প্রতি বিনীত আহবান জানাচ্ছি ঐ প্রতারককে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ঐ ভুক্তভোগী।