ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

সীতাকুণ্ড প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সাধারণ সভা সম্পন্ন 

সীতাকুণ্ড প্রেস ক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সংগঠনটির সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি গঠন করা হয়। সকাল দশটা থেকে শুরু হয়ে সভা  চলে বিকাল চারটা পর্যন্ত। এর আগে গত ১৬ আগস্ট সুলাইমান মেহেদী হাসানকে (ইনকিলাব) সভাপতি ও এম কে মনিরকে (খবরের কাগজ) সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়।

পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন, সহ-সভাপতি ইলিয়াছ ভূঁইয়্যা (উত্তর চট্টলা), মো. কামরুজ্জামান (বিজয় টিভি), সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন (দৈনিক জনবাণী, সাংগঠনিক সম্পাদক ফারহান সিদ্দিক (সকালের সময়), সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন ইমন (এশিয়ান টিভি ও আজকালের খবর), অর্থ সম্পাদক আবুল হোসেন (সাপ্তাহিক সোনার বাংলা), দপ্তর সম্পাদক জামশেদ হোসেন ( দ্যা ডেইলী পোষ্ট), ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম রুমন (দৈনিক গণকণ্ঠ), আইন সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন (সময়ের নিউজ), শিক্ষা ও ছাত্র কল্যাণ সম্পাদক মামুনুর রশিদ মাহিন (দৈনিক বাংলা ও গ্লোবাল টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আশ্রাফুল ইসলাম সাহেদ (মাইটিভি), সমাজকল্যাণ সম্পাদক সাজ্জাদ হোসেন (দৈনিক লাখো কণ্ঠ), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক আশরাফুল ইসলাম শাহীন (চ্যানেল এস), বিজ্ঞান ও গবেষণা সম্পাদক নাজিমুজ্জামান রাশেদ (দৈনিক বায়ান্ন), গ্রন্থাগার সম্পাদক আশরাফ উদ্দিন (দৈনিক কালের খবর), আপ্যায়ন সম্পাদক সৈয়দ আল হোসাইন আয়াজ) (দৈনিক চট্টগ্রাম বুলেটিন), নির্বাহী সদস্য এমরানুল ইসলাম মুকুল (শাপলা টেলিভিশন), টিপু দাশগুপ্ত (আমার বার্তা), মিজানুর রহমান ইউসুফ (দ্যা বিজনেন স্ট্যাণ্ডার্ড), রেজাউল হোসেন পলাশ (এশিয়ান টিভি)।

এদিকে সাধারণ সভায় সীতকুণ্ডের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশসহ কয়েকটি খাতে উন্নয়ন ও জনগুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার লক্ষে আগামী তিন মাস, ছয় মাস ও এক বছর মেয়াদী আলাদা কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে নবগঠিত সীতাকুণ্ড প্রেস ক্লাব কমিটি। এছাড়াও সংগঠনের অভ্যন্তরীণ নানা সিদ্ধান্তও হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ আয়োজন এবং সীতাকুণ্ডের জনদূর্ভোগ, ঘুষ-দুর্নীতি, পরিবেশ ধ্বংস, উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে সকল সদস্য নিজ নিজ গণমাধ্যমের জন্য প্রতিবেদন তৈরির বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে এই কমিটি।

সভাপতি সুলাইমান মেহেদী হাসান বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সর্বদা পেশাদারিত্ব বজায় রাখার বিষয়টিকে আমরা অধিক গুরুত্ব সহকারে দেখছি। এটি না হলে একজন সাংবাদিক সমাজে কাঙ্খিত পরিবর্তনে সহায়ক হতে পারবে না। সাংবাদিকের যে ভূমিকা তা যথাযথ রাখা তার পক্ষে সম্ভব হবে না। এছাড়াও সীতাকুণ্ডে সাংবাদিক সংগঠনের নামে ইতিপূর্বে যারা দুর্বৃত্তপনা করেছে, নানা অন্যায় কাজে জড়িয়ে পেশাকে কলঙ্কিত-কুলুষিত করেছে তাদের কারণে সমাজে এ পেশাকে সম্পর্কে একটি নেতিবাচক ধারণা প্রচলিত আছে। সেই ধারণাকে দূর করে একটি স্বচ্ছ, সিন্ডিকেটমুক্ত, আপোষহীন, বৈষ্যমহীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিই আমাদের লক্ষ্য।

সাধারণ সম্পাদক এম কে মনির বলেন, আমাদের সাংবাদিকতা হবে সত্যের পক্ষে, শোষিত মানুষের জন্য, নির্যাতিত মানুষের জন্য, অসহায় মানুষের জন্য, একটি কল্যাণ রাষ্ট্রের জন্য। আমরা হতে চাই গণমানুষের কণ্ঠ, সাহসের সারথী। আমরা সাংবাদিতাকে সত্যিকার অর্থে সমাজের আয়নায় রূপ দিতে চাই। যেখানে মানুষের দু:খ দুর্দশা, জীবনের গল্পগুলো শব্দে শব্দে ফুটে ওঠবে। আর এজন্য ঐক্যের ভিত্তিতে গড়ে ওটা আমাদের সীতাকুণ্ড প্রেস ক্লাব কাজ করবে মানুষের জন্য, সীতাকুণ্ডের জন্য।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved