চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নতুন কুঁড়ি পটিয়া পৌরসভা ৪ নং ওয়ার্ড এর নবীনদের মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে বই উপহার দেওয়ার আয়োজন করা হয়।
আজ শুক্রবার ৬ সেপ্টেম্বর বিকাল ৪ টায় পটিয়ার নোঙর রেস্টুরেন্টে বই উপহার এর অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে নতুন কুঁড়ি ৪ নং ওয়ার্ড এর নবীনদের মাঝে বই বিতরণ করা হয়, যাতে নবীনরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী সম্পর্কে জানতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী,রুবেল,ফরহাদ,সাজ্জাদ, নতুন কুঁড়ির সভাপতি আরফাতুর রহমান রাকিব,সাধারণ সম্পাদক তারেক ইসলাম তারেক সহ নেতৃবৃন্দ।
এতে বক্তব্য রাখেন, পটিয়া সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী সম্পর্কে জানা দরকার। উনি কি ছিলেন বাংলাদেশের জন্য। আজকের ছাত্ররা যদি উনার সম্পর্কে জানতে পারে তাহলে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ছাত্র জনতা। আমাদের দায়িত্ব ও কর্তব্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবনী সম্পর্কে সারা বিশ্বের মানুষ জানুক । তাই আমাদের পক্ষ থেকে পটিয়া পৌরসভা ৪ নং ওয়ার্ড এর নবীনদের মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী সম্পর্কে বই উপহার দিই।
এতে আরো অনেক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।