১০ সেপ্টেম্বর সকাল ১১ টায় বাঁশতলী ইউনিয়নের নজরুল ইসলাম ও খাদিজা সিদ্দিকি স্বাস্থ্য সেবা কেন্দ্রে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রাম অফিস কর্তৃক পরিস্কার-পরিচ্ছন্ন গ্রাম ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে রামপাল উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আফতাব হোসেন এর অনুমোদন সাপেক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ।
রামপাল উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য কর্মকর্তা জনাব মো: ইমরান হোসেন ,
এ সময় বাঁশতলী ইউয়িনের চন্ডিতলা ও মধ্য-বাঁশতলী গ্রাম দুটিকে উপস্থিত সকলের সম্মতি সাপেক্ষে পরিস্কার-পরিচ্ছন্ন গ্রাম ঘোষণা করা হয়। কাজের এই অগ্রগতি ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে সকলের প্রতি বিশেষ অনুরোধ করা হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন I সিনিয়র প্রোগ্রাম অফিসার নিউটন গমেজ, ডাঃ এস এম ফরহাদ হোসেন, ডাঃ সাবিরা আক্তার, গ্রাম উন্নয়ন কটির সভাপতি জনাব মোঃ জাহিদুল ইসলাম, মাঠকর্মী জিহাদুল ইসলাম প্রমূখ।