ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১, ১২ শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
স্মরণ সভা সফলে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ:চসাস
হাটহাজারী উপজেলায় ১৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিরসরাই ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশেকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্বের অর্ন্তনিহিত কারণ ভূ-রাজনৈতিক স্বার্থ
চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠনতন্ত্র,কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা
কিশোর গ্যাং- সমাজের অবক্ষয় ও করণীয়
বিশ্ব সন্ত্রাসী ইসরাইল’র নৃশংসতা গণহত্যা :দেশবিশ্বে তীব্র নিন্দা বিক্ষোভ প্রতিবাদ
সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন:সন্দ্বীপ অধিকার আন্দোলন
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য একুশ ‘র আনুষ্ঠানিক যাত্রা ও ঈদ পুনর্মিলনী

পটিয়া পূর্বডেঙ্গাপাড়া বসতভিটা দখলের জেরে অপচেষ্টাকারীর নামে অভিযোগ 

চট্টগ্রাম প্রতিনিধি :

পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন ৭নং ওয়ার্ড মনির আহমদ সদাগরের বাড়ির মরহুম আব্দুস সবুরের পুত্র মোহাম্মদ জামাল উদ্দিন নামে এক ব্যাক্তির জায়গা জবর দখল করার পায়তারা চালাচ্ছে মর্মে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ জামাল উদ্দিন বাদী হয়ে একই এলাকার মোহাম্মদ লিটন বিরুদ্ধে গত শনিবার পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। পটিয়া থানার দায়েলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, জামাল উদ্দিনের সাথে প্রতিবেশি মোহাম্মদ লিটন গঙ্গের মধ্যে
বিরোধ চলে আসছিল।

বর্ণিত বাদী জামাল উদ্দিনের চাচাতাে ভাই হলেও প্রতি পক্ষরা সে হ মামলাবাজ, অত্যাচারী,অপরের স্বত্ব হরণকারী সহ বিভিন্ন অপকর্ম করার তাহাদের নেশা পেশা। এর ধারাবাহিকতায় গত ছয় মাস পূর্বে আমাদের চাচাতা জেঠাতে ভাই এবং চাচা জেঠা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আমাদের মৌরশীয় জায়গা পরিমাপ করিয়া স্ব-স্ব প্রাপ্ত জায়গা বুঝিয়ে নিয়ে ভােগ দখলরত ছিল।

কিন্তু, বিবাদীগণ আমার ও আমার ভাইবােনদের মৌরশীয় নিম্ম তপশীলোক্ত ভােগ দখলীয় জায়গা দখল করার জন্য নানানভাবে পায়তারা করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ সুএে প্রকাশ। এ ছাড়াও  বিবাদী তাহার প্রাপ্তা জায়গা নিজেদের দখলে রাখিয়া বিভিন্ন অজুহাত তুলে বাদীর প্রাপ্য অংশ দখল করার জন্য হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করছেন বলে বাদী অভিযোগ করেন।

এনিয়ে বিগত সময়ে স্থানীয়ভাবে বৈঠক করে এবং বৈঠকে সিদ্ধান্ত অমান্য করে। এর ধারাবাহিকতায় আমার চাচা, জেঠা ও চাচাতাে ভাইদের সম্মতিক্রমে ২৩ আগষ্ট দুপুর অনুমান ২.০০ ঘটিকার সময় নিম্ম তপশীলোেক্ত জায়গায় ইট, সিমেন্ট, রড, বালি মজুদ করে গুহ নির্মাণ কাজ করার সময় বর্ণিত বিবাদীগণ বেআইনী জনতাবদ্ধে দেশীয় অন্ত্র সন্ত্রে সজ্জিত হয়ে  নির্মাণ কাজে বাধা প্রদান করে।

কিন্তু প্রতিপক্ষ বিবাদী মোহাম্মদ লিটন উক্ত বিরোধীয় জায়গায় অনাধিকার প্রবেশ করে জায়গা নিজেদের দখলে নেওয়ার চেষ্টা চালান বলে জামাল উদ্দিন প্রতিকার প্রার্থনা করে থানায় অভিযোগ দায়ের করেন। সে এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। ওসি তদন্ত আবদুর রহিম সরকার জানান, এ বিষয় থানায় একটি অভিযোগ দায়ে হয়েছে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
error: protected !!

Copyright© 2025 All reserved