নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে পটিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত এর উদ্যোগ ও রেযায়ে মোস্তফা (দঃ) ট্রাষ্ট সার্বিক সহযোগিতায় দারোগারহাট দক্ষিণ শাহ্-মিরপুর কর্ণফুলীতে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) নানা আনুষ্ঠানিকতা জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়।
৯ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী ১৩ই সেপ্টেম্বর,রোজ জুমাবার পটিয়া ফকিন্নিরহাট থেকে শুরু হয়ে গাউসিয়া শাহ্ আমিন দাখিল মাদ্রাসা মাঠ ময়দানে এসে সমাপ্ত হয়। এবং ধারাবাহিক কার্যক্রম ও আনুষ্ঠানিকতায় সুন্দরভাবে সফল হয়েছে।
উক্তা আনুষ্ঠানিকতায় ছদারত করছেন -পীরে তরিক্বত,মুর্শিদে বরহক,খলিফায়ে তাজুশ শরীয়াহ্,দরবারে আ’লা হযরত,আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মাঃজিঃআ) সাজ্জাদানশীন, আল-আমিন হাশেমী দরবার শরীফ। শায়খুল হাদীস- আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসা। জুলুসে অংশগ্রহণ করেন সর্বস্তরের সুন্নি জনতা। এবং ইসলামপ্রিয় ধর্মপ্রাণ মুসল্লী সকলের উপস্থিতি মিলন মেলায় পরিণত হয়।