চট্টগ্রাম : সীতাকুণ্ড পৌরসদরের আহছানুজ্জামান নামক শপিং কমপ্লেক্সে ভাঙচুর ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির মালিক ইসমাঈল হোসেন সেলিম ও তার পরিবার। গতকাল সোমবার দুপুর ১২ টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী নেতা বেলাল হোসেনকে অভিযুক্ত করেন তিনি। এসময় সেলিমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে মোহাম্মদ ইসলাহ।
বক্তব্যে উল্লেখ করা হয় সীতাকুণ্ড মডেল থানা, ভূমি অফিস, ইউএনও কার্যালয় ও সেনাবাহিনীর কাছে বেলালের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভাংচুরের বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু বেলাল তার অপরাধ ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা তালবাহানা এবং আমি এবং আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বাধ্য হয়ে আমি আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করি।
তিনি বলেন, বেলাল হোসেনের নৈরাজ্য, রাজনৈতিক দূর্বৃত্তায়ন, ব্যবসায়ী দোকান মালিক সমিতির পদের স্বেচ্ছাচারিতার বিষয়ে সকলেই অবগত। পতিত স্বৈরাচার সরকারের একজন চিহ্নিত দোসর ছিলেন বেলাল। গেল পাতানো ইউপি নির্বাচনেও চেয়ারম্যান হতে চেয়েছিলেন তিনি।
ন্যায়বিচার দাবি করে আছাদুজ্জামান শপিং কমপ্লেক্সের এই মালিক বলেন, আমি ইতিপূর্বে সেনাবাহিনী ও প্রশাসনকে দেওয়া অভিযোগের সুষ্ঠ তদন্ত, চাঁদার টাকা ফেরত ও বেলালের বিচার দাবি করছি।